মহামারী করোনাভাইরাসের মধ্যে কাতালোনিয়া সরকারের পরামর্শ উপেক্ষা করে সপরিবারে বেড়াতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন বার্সেলোনার তারকা দুই ফুটবলার লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। স্পেনে করোনা সংক্রমণ কিছুটা কমলেও কাতালোনিয়ার বেশ কিছু অঞ্চলে ফের করোনা ছড়িয়েছে। ছোঁয়াচে এ ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু বার্সেলোনার দুই তারকা ফুটবলার তা অমান্য করেই ইবিজায় সপরিবারে ছুটি কাটাতে গিয়েছেন। স্পেনের পূর্ব উপকূলে ভূমধ্যসাগরের দ্বীপ ইবিজা শহরের বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের বিভিন্ন ছবি ভাইরাল হতেই বিতর্কে জড়িয়ে যান মেসি। আরও পড়ুন: জাভি হার্নান্দেজ করোনায় আক্রান্ত শুধু মেসিই নন, বার্সেলোনায় তার সতীর্থ লুইস সুয়ারেজও পরিবার নিয়ে ইবিজায় অবসর কাটাতে গেছেন। ইবিজার সুইমিং পুলে গোসল করার বেশ কিছু ছবি তুলে তা সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেন লিওনেল মেসি। ইনস্টাগ্রামে ১৬০ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে বার্সা তারকার। ছবি পোস্ট করে মেসি লেখেন- উষ্ণ অভ্যর্থনার জন্য হোটেল সভিভে আমাদের বন্ধুদের ধন্যবাদ। আমাদের একটা দারুণ দিন ছিল। সূত্র : যুগান্তর এন এইচ, ২৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3fUKXn3
July 25, 2020 at 02:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top