চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত ছাড়াল ৪ শ > একদিনে রেকর্ড ৭০ জনের দেহে ধরা পড়ল করোনা ভাইরাস

করোনা ভাইরাসের প্রার্দূভাব শুরু হওয়ার পর শনিবার (২৫ জুলাই) একদিনে রেকর্ড সংখ্যক মানুষের দেহে ধরা পড়েছে প্রাণঘাতি করোনা ভাইরাস। নতুন করে ৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। কোরবানী ঈদের মাত্র এক সপ্তাহ আগে এই বিপুল পরিমাণ মানুষের দেহে করোনা ভাইরাস ধরা পড়ার ঘটনা শংকায় ফেলেছে সংশ্লিষ্টদের।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে জানান, শনিবার দু’ দফায় করোনা পরীক্ষা প্রতিবেদন এসেছে। প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ২৯ টি নমুনার বিপরীতে ৯ জনের করোনা পজেটিভ প্রতিবেদন আসে। এরপর রাত সাড়ে ৯টার দিকে ‘শংকিত’ মাত্রার প্রতিবেদন আসে ঢাকার শেরেবাংলা নগরস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে। ঢাকায় পাঠানো ২৯৬ টি নমুনা পরীক্ষায় ৬১ জনের দেহে ধরা পড়েছে করোনা ভাইরাস। ঢাকার ৬১ এবং রাজশাহীর ৯টি মিলিয়ে একদিনে ৭০ জনের দেহে করোনা শনাক্তের প্রতিবেদন আসলো।
তিনি বলেন, ‘উপজেলা ভিত্তিক তথ্য বিভাজন করা হয়নি। অনেক মানুষ শনাক্ত হওয়ায় এটি করতে সময় লাগবে’।
তিনি জানান, শনাক্ত ৭০ জনের মধ্যে আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্য, স্বাস্থ্যকর্মী, ব্যবসায়ীসহ নানান শ্রেণীর পেশার মানুষ রয়েছে।
এদিকে সিভিল সাজর্ন অফিস সূত্র জানিয়েছে, নতুন শানক্ত ৭০ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার রোগীর সংখ্যাই বেশি।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) ১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। এনিয়ে চাঁপাইনবাবগঞ্জে মোট শনাক্তের পরিমাণ দাঁড়াল ৪ শ ১১ জনে।
অন্যদিকে, শুক্রবারের প্রতিবেদনে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা এলাকার রফিকুল ইসলামের করোনা পজেটিভ প্রতিবেদন আসে। ফলে রফিকুল ইসলামকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জে করোনায় মারার সংখ্যা দাঁড়ালো ৩ জনে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৭-২০


from Chapainawabganjnews https://ift.tt/32TKnCn

July 25, 2020 at 10:30PM
25 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top