কলকাতা, ২০ জুলাই- গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন কলকাতার বর্ষীয়ান সংগীতশিল্পী নির্মলা মিশ্র। রোববার (২০ জুলাই) অসুস্থ হয়ে পড়লে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। নির্মলা মিশ্রের স্বামী প্রদীপ দাশগুপ্ত পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দিনগত রাতে নির্মলা মিশ্র খুব অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা ভালো নেই। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন তিনি। আরও পড়ুন:সঙ্গীতশিল্পী এখন ফুটপাতের বিক্রেতা ২০১৮ সালে ফুসফুসে পানি জমায় নির্মলা মিশ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন দীর্ঘ সময় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। তবে তার শরীরে আবারো অসুখ দেখা দেওয়ায় ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শতকের ষাট ও সত্তর দশকে বাংলা গানের অন্যতম জনপ্রিয় গায়িকা নির্মলা মিশ্র। শ্রী লোকনাথ সিনেমার মাধ্যমে প্লেব্যাকে অভিষেক ঘটে তার। এরপর স্ত্রী, অভিনেত্রী, ও অনুতাপর মতো সিনেমায় গান গেয়েছেন তিনি। তার গাওয়া কালজয়ী গানের মধ্যে রয়েছে ও তোতা পাখি রে ও এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না। ৫০ বছরেরও বেশি সময় নির্মলার গানে মেতেছেন শ্রোতা মহল। আর/০৮:১৪/২০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3jm3jzt
July 20, 2020 at 03:48PM
20 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top