রেকর্ড সপ্তমবারের জন্য লা লিগায় গোল্ডেন বুট জিতলেন লিওনেল মেসি। টপকে গেলেন অ্যাথলেটিক বিলবাওয়ের তেলমো জারার রেকর্ড। তেলমো জারা এই খেতাব জিতেছিলেন ছয়বার। গত মৌসুমে সেই রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এই মৌসুমে গড়লেন নতুন রেকর্ড। রবিবার রাতে লিগের শেষ ম্যাচে আলভেসের বিরুদ্ধে দুই গোল করলেন তিনি। যার ফলে এ বারের লিগে তাঁর গোলের সংখ্যা দাঁড়াল ২৫। যা দ্বিতীয় স্থানে থাকে করিম বেনজেমার থেকে চার গোল বেশি। বার্সেলোনা জিতল পাঁচ গোলে। মেসি ছাড়া গোল পেলেন আনসু ফাতি, লুই সুয়ারেজ, নেলসন সেমেডো। আরও পড়ুন:ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে চেলসি এই নিয়ে টানা চারবার লা লিগায় গোল্ডেন বুট জিতলেন মেসি। মেসি অবশ্য ব্যক্তিগত রেকর্ডে তৃপ্ত নন। তিনি বলেছেন, ব্যক্তিগত ট্রফি মূল্যহীন। সাতবার সর্বাধিক গোলদাতা হওয়া গুরুত্বপূর্ণ কীর্তি ঠিকই। কিন্তু এর সঙ্গে লা লিগা খেতাব জিততে পারলে ভাল লাগত। যে ভাবে দল এই ম্যাচ খেলেছে, তা চ্যাম্পিয়ন্স লিগের আগে ইতিবাচক রাখছে আমাদের। এই জয়ের ফলে বার্সেলোনা শেষ করল ৮২ পয়েন্টে। অন্যদিকে, শেষ ম্যাচ ২-২ ড্র করার পর রিয়েল মাদ্রিদ থামল ৮৭ পয়েন্টে। তবে এক ম্যাচ আগেই লা লিগে জিতেছে জিনেদিন জিদানের দল। সূত্র: ঢাকাটাইমস আর/০৮:১৪/২০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39csVKt
July 20, 2020 at 01:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top