ফেনী, ১১ জুলাই- খালি চোখে মনে হচ্ছে, ঢাকার বাইরের ক্রিকেটারদের প্র্যাকটিসের সুযোগ সুবিধা বেশি। খোলা আকাশের নিচে ভোরে রানিং, সবুজ মাঠে ব্যাট ও বল হাতে নিজেকে ঝালিয়ে নেয়ার সুযোগ আছে। কিন্তু জাতীয় দলের ক্রিকেটারদের ব্যাটিং ও বোলিং অনুশীলনের জন্য যে মানের পিচ ও অন্যান্য আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা দরকার, ঢাকা বাইরে আন্তর্জাতিক ভেন্যুগুলো ছাড়া বাস্তবে অন্যত্র তা নেই। কাজেই চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী স্টেডিয়ামের আশপাশে থাকা ছাড়া সে অর্থে স্কিল ট্রেনিং করার তেমন সুযোগ নেই ক্রিকেটারদের। অভাবটা ভালোই টের পাচ্ছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বর্তমানে নিজ শহর ফেনীতে আছেন সাইফউদ্দিন। সে অর্থে তেমন প্র্যাকটিস করতে পারেননি। মাঝে কদিন কাছেই এক মাঠে কংক্রিটের পিচে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেছেন। সেটাও বৃষ্টির কারণে বন্ধ। শনিবার এ প্রতিবেদকের সাথে আলাপে সাইফউদ্দীন অকপটে স্বীকার করলেন, আমি যেখানে আছি খুবই বাজে অবস্থা। ছয় মাস ধরে চেষ্টা করছি একটা ইনডোরের জন্য। কিন্তু পাইনি। এমনিতে ফিজিক্যাল ট্রেনিং করছি। কিন্তু বৃষ্টির কারণে স্কিল ট্রেনিং করতে পারছি না। বাসার কাছেই পাকা কংক্রিটের পিচ আছে, সেখানে বোলিং ও ব্যাটিং অনুশীলন করেছি কিছু দিন। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OdQgl9
July 11, 2020 at 08:03PM
12 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top