লন্ডন, ১১ জুলাই- প্রথম ইনিংসে মাত্র ২০৪ রানেই অলআউট। ক্যারিবীয় বোলিংয়ের সামনে অসহায় দেখাচ্ছিল ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছেন তারা। প্রথম ইনিংসের যা পুঁজি ছিল, তা পার করে ফেলেছেন ৩ উইকেট হারিয়েই। স্বাগতিকদের অল্প রানে গুটিয়ে দিয়ে অবশ্য বেশ এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে তারা করে ৩১৮ রান। লিড ছিল ১১৪ রানের। সেই লিডের সুবাদে সাউদাম্পটন টেস্টে এখনও সুবিধাজনক অবস্থানেই আছে ক্যারিবীয়রা। এই রিপোর্ট খেলা পর্যন্ত চতুর্থ দিনের তৃতীয় সেশনে ৩ উইকেটে ২০৫ রান তুলেছে ইংল্যান্ড। স্বাগতিকদের লিড এখন ৯১ রানের। উইকেটে আছেন হাফসেঞ্চুরিয়ান জ্যাক ক্রলি আর অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয়বার ব্যাট করতে নেমে হাফসেঞ্চুরি পেয়েছেন ওপেনার ডম সিবলি (৫০)। টপ অর্ডারের সেরা পাঁচ ব্যাটসম্যানই রান পেয়েছেন এবার। জো ডেনলি ২৯ আর ররি বার্নস সাজঘরে ফেরেন ৪২ রানে। বেন স্টোকস প্রথম ইনিংসের মতোই দেখেশুনে ব্যাট করছেন। ইংলিশ অধিনায়ক অপরাজিত ২২ রানে। হাফসেঞ্চুরি তুলে ৫৬ রান নিয়ে ব্যাট করছেন জ্যাক ক্রলি। ইংলিশদের পতন হওয়া তিন উইকেটের মধ্যে দুটিই নিয়েছেন স্পিনার রস্টন চেজ। একটি উইকেট শিকার পেসার শেনন গ্যাব্রিয়েলের। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3ejwcZw
July 11, 2020 at 07:42PM
12 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top