কলকাতা, ২৯ জুলাই- রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে এবার করোনাতে আক্রান্ত হলেন শতাব্দী রায়ের বাবা। তৃণমূল সাংসদের বাবা এই মুহূর্তে ভর্তি বেসরকারি হাসপাতালে। রবিবার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ মঙ্গলবার তৃণমূল সাংসদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে আলাদা ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। সাংসদের বাবাকে প্রতি মুহূর্তে নজরে রাখছেন ডাক্তাররা। জানা গিয়েছে, কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে ভুগছিলেন সাংসদের বাবা। তবে গত কয়েকদিন ধরে খাবারে কোনও স্বাদ পাচ্ছিলেন না। পাশাপাশি প্রচন্ড দুর্বলও বোধ করছিলেন। এতটাই দুর্বল বোধ করছিলেন যে তাঁকে হাসপাতালে ভর্তি করার কথ্যা বলা হয়। সেই অনুযায়ী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্বাভাবিক নিয়মেই করা হয় করোনার পরীক্ষা। তাতে আজ মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসে সাংসদের বাবা। তৃণমূল সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, তাঁর বাবা খুবই ফিট। তবে গত কয়েকদিন ধরেই তবাবা কিছু স্বাদ পাচ্ছিলেন না। সেই সঙ্গে দুর্বলতা বোধও ছিল। সেজন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন সাংসদ। জানা গিয়েছে, রিপোর্ট পজিটিভ আসতেই শুরু হয়েছে বিশেষ তৎপরতা। ওই বৃদ্ধের বাড়ি সংলগ্ন এলাকা ঘিরে দেওয়া হয়েছে। এলাকা জীবাণুমুক্ত করার কাজও চালানো হবে বলে সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে, বাংলায় একদিনে ফের বাড়ল সুস্থ হয়ে ওঠার হার৷ আর গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৭ হাজারের বেশি টেস্ট৷ আক্রান্ত ২ হাজারের বেশি৷ একদিনে কমল মৃতের সংখ্যা৷ মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে রাজ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ১০৫ জন৷ এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ২২ জন৷ সুস্থ হয়ে উঠার হার বেড়ে হয়েছে ৬৬.৭৪ শতাংশ৷ গতকাল সোমবার ছিল ৬৫.৬২ শতাংশ৷ গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ১৩৪ জন৷ তবে এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে হল ৬২ হাজার ৯৬৪ জন৷ গতকাল সোমবার ছিল ৬০ হাজার ৮৩০ জন৷ আরও পড়ুন :একুশের লক্ষ্যে বড় চমক তৃণমূলের, রাজ্যস্তরের মুখপাত্র হলেন কুণাল ঘোষ ও নুসরত জাহান অন্যদিকে একদিনের হিসেবে কমেছে মৃতের সংখ্যা৷ মঙ্গলবারের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৩৮ জনের৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৩৯ জন৷ কিন্তু বাংলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৪৯ জনে৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমেছে৷ এই পর্যন্ত অ্যাক্টিভ আক্রান্ত ১৯ হাজার ৪৯৩ জন৷ গতকাল ছিল ১৯ হাজার ৫০২ জন৷ সোমবার থেকে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত অর্থাৎ একদিনে মৃত্যু হয়েছে ৩৮ জনের৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৩৯ জনে৷ যে ৩৮ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা বেশি৷ কিন্তু কলকাতায় কমল মৃতের সংখ্যা৷ তবে উত্তর ২৪ পরগনার তুলনায় কলকাতায় আক্রান্তের সংখ্যা বেশি৷ সূত্র: কলকাতা২৪x৭ আর/০৮:১৪/২৯ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30Ty7PL
July 29, 2020 at 04:57AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.