গত মাসে যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক হত্যায় যখন গোটা বিশ্ব বর্ণবাদবিরোধী বিক্ষোভে উত্তাল তখনই বর্ণবাদের শিকার হয়েছেন আইভরি কোস্টের ফুটবলার উইলফ্রেড জাহা। রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামার আগেই এই বর্ণবাদের শিকার হন অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড উইলফ্রেড জাহা। বিষয়টি জাহা ক্লাব কতৃপক্ষকে জানালে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় অ্যাস্টন ভিলা। খবর পেয়ে ম্যাচ শেষের আগেই অভিযুক্তকে গ্রেফতার করে হতবাক হয়ে যায় ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ। জাহাকে ইনস্টাগ্রামে বর্ণবাদী বার্তা দিয়েছিল মাত্র ১২ বছর বয়সী এক কিশোর! পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোরের নাম তার জ্যাক ডোলান। সে সলিহুল নামক এলাকার বাসিন্দা। অ্যাস্টন ভিলার একজন পাড়ভক্ত ডোলান। গায়ের রঙ কালো বলে উইলফ্রেড জাহাকে ইন্সটাগ্রামে কোনো গোল না করতে হুমকি দিয়েছিল ডোলান। এর সঙ্গে আরও কিছু বর্ণবাদী বক্তব্যও লিখে সে। ম্যাচ শেষ হওয়ার পরপরই ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ ডোলানকে গ্রেফতারের কথা জানিয়ে নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখে, অ্যাস্টন ভিলা ক্লাব থেকে অভিযোগ পাওয়ার পর একজন ফুটবলারকে বর্ণবাদী মেসেজ পাঠানোর বিষয়টিতে আমরা তৎপর ছিলাম। বেশ কিছু বিষয় খুঁটিয়ে দেখার পর আমরা ১২ বছরের এক ছেলেকে গ্রেফতার করেছি। সে এখন আমাদের হেফাজতে রয়েছে। বর্ণবৈষম্য কোনোভাবেই মেনে নেয়া হবে না। কিশোরের সেই হুমকিকে কোনো পাত্তাই দেননি ২৭ বছর বয়সী ফরোয়ার্ড উইলফ্রেড জাহা ও তার দল। ক্রিস্টালের বিপক্ষে ম্যাচটি ২-০ গোলে জিতে নেয় অ্যাস্টন ভিলা। তথ্যসূত্র: বিবিসি স্পোর্টস এম এন / ১৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/306StEv
July 13, 2020 at 08:36AM
13 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top