মুম্বাই, ১৩ জুলাই- অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের পর করোনা প্রতিবেদন পজিটিভ আসে ঐশ্বরিয়া এবং আরাধ্যারও। রাইয়ের পাশাপাশি বচ্চন পরিবারের খুদে সদস্য কেমন আছে, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায়। এ বিষয়ে মহারাস্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানান, ঐশ্বরিয়া এবং আরাধ্যা দুজনের উপসর্গবিহীন। বর্তমানে দুজনেই ভাল আছেন। বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন তাঁরা। শুধু তাই নয়, ঐশ্বরিয়া এবং আরাধ্যা বাড়িতে থাকবেন না হাসপাতালে ভর্তি হবেন, সেটা পুরোপুরি তাঁদে নিজেদের সিদ্ধান্ত। নিয়ম অনুযায়ী, কভিডে আক্রান্ত হওয়ার পর যদি কোনও রোগীর শরীরে উপসর্গ দেখা না যায়, তাহলে তিনি অনায়াসে বাড়িতেই কোয়ারেন্টিনে থাকতে পারেন। সেই অনুযায়ী, বচ্চন বাড়ির বৌ এবং আরাধ্যা বর্তমানে বাড়িতে থেকেই চিকিতসা করাচ্ছেন। বিএমসির পক্ষ থেকে তাঁদের শরীর এবং স্বাস্থ্যের দিকে নজর রাখা হয়েছে কড়াভাবে। পাশাপাশি করোনা ভাইরাসের জেরে ইতোমধ্যেই বচ্চনদের জলসা বন্ধ করে দিয়েছে বিএমসি। প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হওয়ার পর বর্তমানে নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। তাঁদের মৃদু উপসর্গ রয়েছে বলে খবর। আর/০৮:১৪/১৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3gU0JPb
July 13, 2020 at 11:33AM
13 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top