কলকাতা, ২৬ জুলাই- শহরবাসীর জন্য স্বস্তির খবর। কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে এবার থেকে পুরস্বাস্থ্যকেন্দ্রগুলি লালারসের নমুনা সংগ্রহের কাজ শুরু করছে। সংগৃহীত নমুনাগুলি স্বাস্থ্যকেন্দ্র থেকে পরীক্ষার জন্য পাঠানো হবে ল্যাবে। দিনদিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ। শহর কলকাতাতে প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণে রাশ টানতে একাধিক পদক্ষেপ নিচ্ছে পুরকর্তৃপক্ষ ও প্রশাসন। সোজা বাংলায় বলছি, জনতার মন পেতে নয়া প্রচারাভিযানে নামছে তৃণমূল কংগ্রেস শনিবার পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, পুরসভার ৪ থেকে ৫ টি স্বাস্থ্যকেন্দ্রে নিখরচায় লালারসের নমুনা সংগ্রহের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। কোনও রোগী যদি এই স্বাস্থ্যকেন্দ্রেগুলিতে যান প্রথমে তাঁকে দেখবেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা। এরপর যদি চিকিৎসক মনে করেন রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে স্বাস্থ্যকেন্দ্রের তরফেই পরীক্ষার জন্য সংগ্রহ করা হবে তার লালারসের নমুনা। তারপর তা পরীক্ষার জন্য পাঠানো হবে ল্যাবরেটরিতে। বিনা খরচে করা হবে এই পরীক্ষা। পুরস্বাস্থ্যকেন্দ্রগুলিতেই লালারসের নমুনা সংগ্রহ করা গেলে সাধারণ মানুষের সুবিধা হবে বলেই মনে করছেন ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ৪ থেকে ৫ টি স্বাস্থ্যকেন্দ্রে লালারসের নমুনা সংগ্রহ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অদূর ভবিষ্যতে এই সংখ্যা বাড়ানো হবে। অন্যদিকে, পাড়ায় পাড়ায় গিয়ে নমুনা সংগ্রহের সুবিধায় মোবাইল ভ্যানের সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ৯ টি করা হচ্ছে বলে জানান ফিরহাদ হাকিম। এআর/২৬ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30KzSP2
July 26, 2020 at 05:50AM
26 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top