ঢাকা, ২০ জুলাই- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা মিশা সওদাগর ও জায়েদ খানকে বয়কট আর পদত্যাগের দাবিতে উত্তপ্ত বিএফডিসি। এই ইস্যু নিয়ে গতকাল রোববার সংবাদ সম্মেলনও করেছে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা। পাশাপাশি এফডিসিতে গতকাল সকালে মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে মানববন্ধন করে ১৮৪ জন চলচ্চিত্র শিল্পী। আরও পড়ুন:সালমান শাহের সেই গাড়িতে নায়ক সাইমন মিশা-জায়েদের বয়কট বা পদত্যাগের ইস্যু নিয়ে ইতিমধ্যেই কথা বলেছেন চলচ্চিত্রের অনেকেই। এবার সেই প্রসঙ্গ নিয়ে মিয়া ভাইখ্যাত চিত্রনায়ক ফারুককে উদ্দেশ করে মুখ খুলেছেন ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, এক সময় ১৮ সংগঠনের মানে, চলচ্চিত্র পরিবারের প্রধান ছিলেন হিরো ফারুক সাহেব। তখন যে কোনো একটি কারণে শাকিব খানকে বয়কট এবং অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। অনেকদিন পর ১৮ সংগঠন সবাই মিলে মিশা এবং জায়েদ খানকে বয়কট এবং অবাঞ্ছিত ঘোষণা করেছে। এই মুহূর্তে এসে আমাদের ফারুক সাহেব বললেন, শিল্পীকে অবাঞ্চিত বয়কট করার অধিকার পৃথিবীর কারও নেই। একটু ভেবে দেখেন বড় ভাই, শাকিব যখন অবাঞ্চিত হন তখন কি ও শিল্পী ছিলেন না? আপনি বলেছেন চলচ্চিত্রের জন্য সময় নষ্ট করেছেন। বড় ভাই এই চলচ্চিত্রের জন্যই আপনাকে সবাই চিনে এবং আজকে আপনি এমপি হয়েছেন। আপনি বলেছেন, রাজনীতির জন্য এবং বঙ্গবন্ধুর জন্য আপনার সময় নষ্ট হয়েছে। অসমাপ্ত কথা, জাতির পিতার দেশে আজকে আপনি আওয়ামী লীগের এমপি। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বিশ্বাস করে এমপি বানিয়েছেন। একটু ভেবে দেখেন, কাদের জন্য চরম অগোছালো কথা বললেন। আমার ব্যর্থতা, আমার চরম পিক টাইমে আপনাকে চলচ্চিত্রে খুব একটা পাইনি। আর/০৮:১৪/২০ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WCmvz0
July 20, 2020 at 12:29PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন