লন্ডন, ২০ জুলাই- করোনাভাইরাস প্রাদুর্ভাব চলাকালিন সময়েও মাঠে গড়াচ্ছে ক্রিকেট। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টও গড়াচ্ছে মাঠে, তবে শর্ত হলো মানতে হবে শারীরিক ও সামাজিক দূরত্ব। তবে, প্রধান শর্ত বলে খুতু লাগানো যাবে না। বার বার বলার পরও ভুলটি করলেন ইংল্যান্ডের ডমিনিক সিবলিই। করোনার কারণে আইসিসির এ শর্ত ভঙ্গের প্রথম ক্রিকেটার তিনিই। আরও পড়ুন:নতুন করে বুঝেছি, জীবন কত সুন্দর: মাশরাফি ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ঘটনাটি ঘটে। ৪১ ওভারের ঠিক পর ডমিনিক সিবলিই থুতু দিয়ে বল পলিশ করতে শুরু করেন। তবে খানিক বাদেই তিনি বুঝতে পারেন; ভুল করে ফেলেছেন। সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের এই ক্রিকেটার আম্পায়ারের কাছে চলে যান। বলেন, থুতু লাগিয়ে ফেলেছি, ভুল হয়েছে; স্যানিটাইজ করে দিন! তারপর আম্পায়াররা স্যানিটাইজ ওয়াইপার (অ্যালকোহলে ভেজানো টিসু) দিয়ে বল ভালো করে মুছে দেন। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, দুবারের বেশি বলে থুতু লাগালে সংশ্লিষ্ট দলের পাঁচ রান জরিমানা হবে। আর থুতু দিয়ে বল পলিশ করাটা ক্রিকেটারদের এতটাই অভ্যাসে পরিণত হয়েছে যে, এই ভুলটা হওয়া স্বাভাবিক। সূত্র: আমাদের সময় আর/০৮:১৪/২০ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39axh4Q
July 20, 2020 at 12:34PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন