কাতালান ক্লাব বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোশ্যাল সাইটে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। ফুটবল থেকে অবসর নেওয়ার পর এখন কোচিংয়ে জড়িয়েছেন জাভি। কোচ হিসেবে কাজ করছেন আল শাদ ক্লাবে। কোচ হয়েই আবারও তার বার্সায় ফেরার কথা চলছে। ৪০ বছর বয়সী এই সাবেক ফুটবল তারকা ইনস্টাগ্রামে জানিয়েছেন, কিছুদিন আগে আল শাদের নিয়ম মেনে সর্বশেষ পরীক্ষায় আমি পজিটিভ হয়েছি। অফিশিয়াল প্রতিযোগিতায় ফিরতে আজ আমি দলের সঙ্গে থাকতে পারছি না। আমার জায়গায় টেকনিক্যাল স্টাফের প্রধান হিসেবে থাকবেন ডেভিড প্রাটস। সৌভাগ্যবশত এখন ভালো বোধ করছি। তবে ঠিক হয়ে ওঠার আগ পর্যন্ত নিজেকে সবকিছু থেকে আলাদা রাখব। ডাক্তারের ছাড়পত্র পেলেই আগের চেয়েও বেশি সংকল্প ও ইচ্ছা নিয়ে দৈনন্দিন কাজে ফিরব। আরও পড়ুন:পিএসজিকে ফ্রেঞ্চ কাপ জেতালেন নেইমার আল শাদের পক্ষ থেকে টুইট করেও জাভির করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। কাতারের ক্লাবটির হয়ে জাভির আজ দল নিয়ে লিগে ফেরার কথা ছিল। কোভিড-১৯ মহামারির মধ্যে কাতারের ফুটবল কর্তৃপক্ষ ও আল শাদ নানা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এজন্য কাতার স্টারস লিগ ও আল শাদকে ধন্যবাদ দিয়েছেন স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী সাবেক এই মিডফিল্ডার। কাতারে এখন করোনায় আক্রান্ত প্রায় ১ লাখ ১০ হাজার। সূত্র: কালের কন্ঠ আর/০৮:১৪/২৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30JJGsF
July 25, 2020 at 01:24PM
25 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top