ঢাকা, ২৫ জুলাই - নিজেদের স্বকীয়তার জন্য তুমুল জনপ্রিয়তা পেয়েছে গানের দল জলের গান। মঞ্চে নতুন নতুন বাদ্যযন্ত্র, গানের ভীন্ন সুর আর কথায় দর্শকদের মাতিয়ে রাখে তারা। তাই তো জলের গানের গান শুনতে মুখিয়ে থাকেন দর্শক-শ্রোতারা। নতুন খবর হলো- আগামী ১ আগস্ট ঈদুল আজহা। আর ঈদের আগের রাতেই দেশবাসীকে গান শোনাতে আসছে জলের গান। ৩১ জুলাই রাত সাগে ১০টায় দীপ্ত টিভিতে সরাসরি গান শুনাতে আসছে জলের গান। আরও পড়ুন: চিকিৎসকের কণ্ঠে করোনাকালের গান (ভিডিও) জানা গেছে, অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে শিল্পীরা আড্ডা দেবেন দর্শকদের সঙ্গে। শোনাবেন সবার পছন্দের গান। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন সাইফুর রহমান সুজন ও মাসুদ মিয়া। অতল জলের গান ও পাতালপুরের গান ও নয়ন জলের গান শুনেছেন অনেকেই। গানের দল জলের গানের এই তিনটি অ্যালবামের বেশির ভাগ গানই মুখস্ত তাদের ভক্তদের। কোনো মঞ্চে গান ধরলে দর্শকেরা প্রায় পুরো গানই গেয়ে ফেলেন শিল্পীদের সঙ্গে। করোনায় মুক্ত মঞ্চে অনেক দিন গান গায়নি জলের গান। এই করোনাকালেই এবার টেলিভিশন চ্যানেলে গান শোনাতে আসছেন তারা। এন এইচ, ২৫ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39pEv59
July 25, 2020 at 01:38PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন