ঢাকা, ০৭ জুলাই- করোনাকালে বিশ্ব আর্চারি ফেডারেশন ও ফাউন্ডেশন ফর গ্লোবাল স্পোর্টস ডেভলপমেন্ট যৌথ উদ্যোগে বিশ্বের ৩৫ জন আর্চারকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে আছেন বাংলাদেশের সেরা আর্চার রোমান সানাও। তিনি পাচ্ছেন ৫ হাজার ইউএস ডলার। করোনায় ক্ষতিগ্রস্ত আর্চারদের পাশে দাঁড়াতে মূলত তহবিল গঠন করা হয়েছে। সেই তহবিলে জমা পড়েছে ১ লাখ ৯০ হাজার ডলার। সেখান থেকে সাহায্য পাচ্ছেন রোমানসহ বিশ্বের ৩৫ জন আর্চার। শিগগিরই কিছু নিয়ম-কানুন পূরণের পর এই অর্থ আর্চারদের একাউন্টে দেওয়া হবে। এমন সাহায্যের কথা শুনে উচ্ছ্বসিত রোমান, আমি গত মাসে আবেদন করেছিলাম। অর্থ সাহায্য পাবো জেনে ভালো লাগছে। আমাদের জার্মান কোচ ফ্রেডরিক এই অর্থ প্রাপ্তিতে অবদান রেখেছেন। এটা আসলে সৌভাগ্যের বিষয়। এখন এই অর্থ ব্যক্তিগত ও আর্চারির উন্নয়নে কাজে লাগাতে পারব। আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন চপল বলেছেন, অলিম্পিকে যারা জায়গা করে নিয়েছে, তারা মূলত এই সাহায্য পাচ্ছে। সারা বিশ্ব থেকে বাছাই করে ৩৫ জন আর্চারকে সাহায্য দেওয়া হচ্ছে। এর মধ্যে আমাদের রোমান সানা পাবে ৫ হাজার ডলার। তবে আমরা এখনও এই বিষয়ে অফিসিয়ালি চিঠি পাইনি। সূত্র : বাংলা ট্রিবিউন এম এন / ০৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ABnx6H
July 07, 2020 at 07:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top