কলকাতা, ১২ জুলাই - অর্জুন সিংয়ের (Arjun Singh) গাড়ি আটকানোর ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। হুঁশিয়ারি দিলেন পালটা দেওয়ার। পাশাপাশি, রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে। এদিন সাংবাদিক বৈঠক থেকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, অর্জুন সিং নির্বাচিত প্রতিনিধি। তাঁর একটাই দোষ, তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন। সেই কারণেই তাঁকে হেনস্তা করা হল। গাড়ি আটকে তল্লাশি চালানো হল। তাঁর সঙ্গে এক প্রকার অপরাধীর মতো আচরণ করা হল। মানুষ সব দেখছে। সব কিছুর হিসেব নেব বলেও এদিন হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি। এরপরই মমতা-ধনকড় সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য বরাবরই রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরোধিতা করে এসেছে। রাজ্যপাল কী বলছেন তাও তো শোনা উচিত। ঠিক বলছেন না ভুল, সেই বিষয়টাও বিবেচনা করা উচিত। প্রসঙ্গত, শুক্রবার বিকেলে বারাকপুরে চিড়িয়ামোড়ে অর্জুন সিংয়ের গাড়ি আটকায় পুলিশ। ঘটনাস্থলে তখন উপস্থিত বারাকপুর কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার অজয় ঠাকুর। তাঁর নির্দেশেই সাংসদের গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। কিছুতেই গাড়িতে তল্লাশি চালাতে দিতে চাননি বারাকপুরের সাংসদ। কিন্তু অজয় ঠাকুরও নাছোড়বান্দা। এতেই শুরু হয় বাকবিতণ্ডা, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরই মাঝে সাংসদের গাড়ি খুলে বিট্টু জয়সোয়াল নামে এক বিজেপি কর্মীকে টেনে হিঁচড়ে বের করে কর্তব্যরত পুলিশ। হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করেন ওই বিজেপি কর্মী। কিন্তু পুলিশ তাঁকে পাঁজাকোলা করে গাড়িতে তোলে। এরপর মেমো ছাড়া সাংসদের গাড়ি আটকানোর অভিযোগ ও দলীয় কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে চিড়িয়ামোড়ে ধরনায় বসেন অর্জুন সিং। পরে বিট্টু জয়সোয়ালের গ্রেপ্তারের নথি পাওয়ার পর ধরনা তোলেন সাংসদ। সুত্র : সংবাদ প্রতিদিন এন এ/ ১২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2DCfKHb
July 12, 2020 at 07:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top