সদ্যই ইতালিয়ান সিরি আ লিগের টানা ৯ম শিরোপা জিতেছে জুভেন্তাস। লিগে এখনও রোমার বিপক্ষ জুভেন্তাসের একটি ম্যাচ বাকি আছে। সেই আনন্দের রেশ না কাটতেই তারা পরবর্তী আসরের শিরোপা জয় নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে। ইতালিয়ান জায়ান্ট ক্লাবটির আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা এই তথ্য জানিয়েছেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম দল হিসেবে টানা ৯ লিগ শিরোপা জয়ের রেকর্ড গড়েছে জুভেন্তাস। দিবালা বলেছেন, প্রতিটি জয়ই স্পেশাল। আমি মনে করি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি জিততে পছন্দ করি, আমার সতীর্থরা এবং ক্লাব জিততে পছন্দ করে। আর এই ইচ্ছাই আমাদেরকে বিজয়ী করে।প্রতিটি পজিশনে আমাদের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় আছে, এটা অবশ্যই আমাদের সাহায্য করে। আরও পড়ুন: ফিকে হয়ে গেলো রোনালদোর গোল্ডেন বুটের স্বপ্ন জুভেন্তাসের যে ম্যাচটি বাকি আছে সেটি নিয়ম রক্ষার। এখন তাদের ব্যস্ততা মুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই নিয়ে। দিবালা আরও বলেন, টানা নয়টি শিরোপা জেতা দুর্দান্ত ব্যাপার, আমরা নিজেদের নিয়ে গর্বিত এবং আমরা এরই মধ্যে দশম লিগ শিরোপ নিয়ে ভাবছি। তবে এখন আমাদের চ্যাম্পিয়ন্স লিগে মনোযোগ দেওয়া দরকার। কেননা, এরই মধ্যে মৌসুমটা বেশ লম্বা হয়ে গেছে।মাঝের সময়টাতে অনেক কিছু ঘটেছে। সামনে আমরা আর কী অর্জন করতে পারি, সেটাও জানি। সূত্র : কালের কণ্ঠ এন এইচ, ৩১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XgIxYu
July 31, 2020 at 02:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top