ঢাকা, ০৭ জুলাই- কথায় বলে, নানা মুনির নানা মত। একেকজনের পছন্দ একেক রকম। বাংলাদেশের অনেক নামি ক্রিকেটার বিভিন্ন সময় তাদের পছন্দর দল সাজাতে গিয়ে কিছু বড় নামকে পাশ কাটিয়ে গেছেন। যেমন সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমনের সেরা টেস্ট দলে নেই মোহাম্মদ আশরাফুল। একইভাবে শাহরিয়ার নাফীসের সেরা টেস্ট স্কোয়াডেও আশরাফুলের জায়গা হয়নি। এদিকে মোহাম্মদ আশরাফুলের ওয়ানডে দলেও একটি বড়সড় বৈচিত্র্য আছে। আজ মঙ্গলবার অপরাহ্নে এ প্রতিবেদকের সাথে আলাপচারিতায় নিজের সেরা ওয়ানডে দল সাজাতে গিয়ে অধিনায়ক হিসেবে আশরাফুল বেছে নিয়েছেন সাকিব আল হাসানকে। যিনি সবার প্রথম পছন্দ, পরিসংখ্যানে যিনি বাংলাদেশের সফলতম অধিনায়ক-সেই মাশরাফি বিন মর্তুজা আশরাফুলের পছন্দের দলে শুধু পেসার হিসেবেই আছেন। কিন্তু বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ওয়ানডেতে নেতৃত্ব দেয়া ও বেশি সংখ্যক ম্যাচ জেতা সফলতম অধিনায়ক মাশরাফিকে রেখে সাকিবকে কেন অধিনায়ক হিসেবে বেছে নেয়া? এ প্রশ্নের জবাবে আশরাফুলের ব্যাখ্যা, আসলে দুজনই অধিনায়ক হিসেবে যোগ্য। কেউ কারো চেয়ে কম নয়। আমার মনে হয় নেতৃত্বগুণ, ক্রিকেট বোধ বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সাকিব এগিয়ে। তাই আমার নির্বাচিত দলের অধিনায়ক সাকিব। তাই বলে মাশরাফিকে ছোট করে দেখার কোনোই কারণ নেই। আমি তার সাথে খেলেছি। মাশরাফি অবশ্যই এক নম্বর অধিনায়ক। আমাদের দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ক্যাপ্টেন। আশরাফুল যোগ করেন, পরিসংখ্যানই বলে দিচ্ছে মাশরাফির নেতৃত্বে আমরা সবচেয়ে বেশি ম্যাচ জিতেছি। অনেক বড় বড় সাফল্য ধরা দিয়েছে। ওর ম্যানেজমেন্ট অসাধারণ। মাশরাফির আছে টিমটাকে এক করে রাখার অসাধারণ ক্ষমতা। সবাই তার কথা শোনে। তাকে বড় ভাইয়ের মত মানে। এটা অধিনায়কের অনেক বড় গুণ ও যোগ্যতা। অধিনায়ক হিসেবে মাশরাফির সাফল্য নিয়ে আশরাফুলের পর্যবেক্ষণ, মাশরাফির অধিনায়ক হিসেবে সফল হবার আরও দুটি কারণ আছে। একটি হলো, অধিনায়ক হিসেবে তাকে অপর চার সিনিয়র ক্রিকেটার তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ দারুণ সার্ভিস দিয়েছে। এর বাইরে অধিনায়ক মাশরাফির পেছনে একটা বড় সময় ছিলেন ক্রিকেট অন্তঃপ্রাণ এবং মাঠ ও মাঠের বাইরে নিবেদিতপ্রাণ বড় ভাই সুজন ভাই। যিনি মাশরাফির একটা বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন। সেটা মাশরাফির সাফল্যে অবশ্যই ইতিবাচক ভূমিকা রেখেছে। যা বাইরে থেকে বোঝা যায় না তেমন সাকিবকে নিয়ে দেশের ক্রিকেটের প্রথম তারকার কথা, অন্যদিকে সাকিব হচ্ছে প্রো-এক্টিভ। টেস্ট ও ওয়ানডে সব ফরম্যাটেই অন দ্য ফিল্ড সাকিব বেস্ট। কখন কি করতে হবে, তা সাকিব খুব ভালো বোঝে, জানে। সিদ্ধান্তগুলো নিতে পারে চমৎকারভাবে। সর্বোপরি আমার মনে হয়, মাশরাফি অফ দ্য ফিল্ড এক নম্বর। আর সবমিলিয়ে ক্রিকেট ব্রেইন সাকিবের বেটার। আর মাঠে অধিনায়ক সাকিবকেই তুলনামূলক আগানো মনে হয়। তাই আমার পছন্দের বাংলাদেশের সর্বকালের সেরা ওয়ানডে দলের অধিনায়ক সাকিব। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38ARYXt
July 07, 2020 at 05:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top