সিলেট, ০৭ জুলাই- জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার (০৬ জুলাই) করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে তার। বর্তমানে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেন সংগীতশিল্পী সেলিম চৌধুরী নিজেই। কয়েক দিন ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের বাড়িতে জ্বরে ভুগছিলেন তিনি। সোমবার তাকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। বিষয়টি নিশ্চিত করে সেলিম চৌধুরী বলেন, বর্তমানে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। সোমবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে শমশেরনগরের বাড়িতে জ্বরে আক্রান্ত ছিলাম। এখন কিছুটা ভালো আছি। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ কল্লোল বলেন, ২ এবং ৩ জুন ঢাকায় যেসব নমুনা পাঠানো হয়েছিল সেগুলোর রিপোর্ট আসে সোমবার রাতে। এতে কলগঞ্জ উপজেলার ছয়জন আক্রান্ত হন। নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, সেলিম চৌধুরী সোমবার করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/৭ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2O5Lw17
July 07, 2020 at 06:50PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন