কুয়ালালামপুর, ২৯ জুলাই - পুলিশকে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে মালয়েশিয়ায় দুই বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির জোহরবারুতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত দুই বাংলাদেশির বয়স ৩৫ এবং ৪৩ বছর। দেশটির সংবাদমাধ্যম জানায়, আটককৃত অবৈধ কয়েকজন অভিবাসীকে ছাড়াতে এক পুলিশ কর্মকর্তাকে দুই লাখ টাকা (১০ হাজার রিঙ্গিত) ঘুষের প্রস্তাব দিয়েছিলেন এ দুই বাংলাদেশি। জোহরবারুর দক্ষিণ পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার ফাজিল মোহাম্মদ জাইন এ তথ্য নিশ্চিত করে দ্য স্টার অনলাইনকে জানান, গত রোববার রাত ১১টার দিকে এক পুলিশ পরিদর্শককে ১০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত ঘুষের প্রস্তাব দেন দুই বাংলাদেশি অভিবাসী। এর আগে সন্ধ্যায় প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গ্রেপ্তার হন ৮ বাংলাদেশি ও এক মিয়ানমারের নাগরিক। আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যুদণ্ড মোহাম্মদ জাইন বলেন, নিজ দেশের নাগরিকদের ছাড়াতে থানায় আসেন বাংলাদেশি ওই দুজন। তারা পুলিশ পরিদর্শককে ১০ হাজার টাকা ঘুষ প্রস্তাব করেন। সঙ্গে সঙ্গেই তাদের গ্রেপ্তার করা হয়, টাকাগুলোও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত সবাইকে রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে তোলা হবে। এন এইচ, ২৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33ah5Qd
July 29, 2020 at 04:03AM
29 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top