ঢাকা, ৩১ জুলাই - ঈদের বর্ণিল সব আয়োজন নিয়ে হাজির হচ্ছে টিভি চ্যানেলগুলো। ইউটিউব চ্যানেলগুলোতেও দেখা যাবে নানা আমেজের নাটক-টেলিফিল্ম। সেখানে থাকবে অনেক ধারাবাহিকও। নানা প্রজন্মের তারকারা এগুলোতে অভিনয় করবেন। এদিকে ঈদে ৭ পর্বের ধারাবাহিক নিয়ে আসছেন জনপ্রিয় দুই তারকা মীর সাব্বির ও সাজু খাদেম। তাদের নাটকটির নাম মামা-ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে। এ ধারাবাহিকটি রচনা করেছেন মহিন খান এবং পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। এই প্রথম ঈদের কোন ৭ পর্বে কাজ করলেন ফারিয়া শাহরিন। তার বিপরীতে মীর সাব্বির। এছাড়াও অভিনয় করেছেন মীম চৌধুরী, তানভীর মাসুদ, শফিক খান দিলু, ইমু শিকদার, জান্নাত আক্তার, সঞ্জয় রাজ, মীর শহীদ, শেখ স্বপ্না প্রমুখ। আরও পড়ুন: কাল নিতুর বিয়ে-তে সজল - মিলি পরিচালক জানান, ধারাবাহিকটি কমেডি ধাঁচের গ্রামীন পটভূমিতে লেখা। ই-ভ্যালি অনলাইন শপ নিবেদিত ধারাবাহিকটি এসজে মোশন পিকচার্স এর ব্যানারে নির্মিত হয়েছে। প্রযোজনা করেছেন কাজী সাইফুল ইসলাম সোহেল। গল্পটি মামা-ভাগ্নেকে নিয়ে। মামা-ভাগ্নে এক সাথেই চলে, খায় ও ঘুমায়। মামা-ভাগ্নে খুব দুষ্ট প্রকৃতির। গ্রামের মানুষদের খুব বিরক্ত করে। গ্রামের চেয়ারম্যানের মেয়ে লতা ও পাতার সাথে প্রেম করতে চায় মামা ও ভাগ্নে। চেয়ারম্যান সেটা মানতে পারেনা। এখানে লতা চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। তার বিপরীতে মামা মীর সাব্বির। পাতা চরিত্রে মীম চৌধুরী। তার বিপরীতে ভাগ্নে সাজু খাদেম। এন এইচ, ৩১ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2X9n83u
July 31, 2020 at 07:20AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন