ঢাকা, ৩১ জুলাই - গত কয়েক বছর ধরে বিএফডিসিতে কোরবানি দিয়ে আসছেন চিত্রনায়িকা পরীমনি। অসচ্ছল শিল্পীদের দুর্দশা দেখে তিনি এই সিদ্ধান্ত নেন বলে জানা যায়। পরীমনির এই সিদ্ধান্তের পর এতে যুক্ত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তারাও অসচ্ছল শিল্পীদের জন্য বিএফডিসিতে কোরবানির ব্যবস্থা করেন। তবে মহামারি করোনার জন্য এবছর শিল্পী সমিতি থেকে কোরবানি নিয়ে কোনো উদ্যোগ নেয়া হয়নি। তবে পরীমনির পর এবার অসচ্ছল সেসব শিল্পীদের কথা চিন্তা করে এগিয়ে এলেন আরেক চিত্রনায়িকা নিপুণ। আরও পড়ুন: এই ঈদে তাহসান-মিমের হঠাৎ বিয়ে পরীমনির মতো তিনিও এবার এফডিসিতে কোরবানি দেবেন। নিপুণ এক অনলাইন গণমাধ্যমকে বলেন, বর্তমানে চলচ্চিত্রে কাজ কমে যাওয়া ও করোনায় বিপদে পড়েছেন বেশিরভাগ সহশিল্পী, যাদের কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই বললেই চলে। এসব শিল্পীর জন্য এবার কোরবানির আয়োজন করছি। নিজের যুক্ত হওয়ার আরও একটি কারণ বললেন তিনি। তার ভাষ্য, চলতি বছর এফডিসিতে কোরবানি কম হচ্ছে। যে কারণে আমাদের মধ্যে যারা নিম্ন আয়ের শিল্পী রয়েছেন, তাদের অনেকেই ঈদের দিন কোরবানি দিতে পারবেন না। তাদের কথা ভেবেই আমি প্রথমবারের মতো এফডিসিতে কোরবানি দিচ্ছি। তিনি জানালেন, গ্রামের বাড়িতেও গরিবদের মাঝে বেশি মাংস দেওয়ার জন্য বড় পরিসরে কোরবানি দিচ্ছেন। সম্প্রতি এফডিসির প্রায় ৬০০ কলাকুশলীকে ঈদ উপহার দিয়েছেন নিপুণ। এর আগে তিন শতাধিক শিল্পীকে নিত্যপণ্য দেন তিনি। ২০১৬ সাল থেকে পরীমনির হাত ধরে এফডিসিতে কোরবানি দেওয়াটা রীতিতে পরিণত হয়েছে। এন এইচ, ৩১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/31577wx
July 31, 2020 at 06:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top