মানামা, ১৩ জুলাই- বাহরাইনে সড়ক দুর্ঘটনায় সিদ্দিক (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেলে দেশটির রফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিদ্দিক মিয়া কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামের রজিব আলীর ছেলে। জানা গেছে, সিদ্দিক মিয়া প্রায় ১৩ বছর আগে বাহরাইনে পাড়ি জমান। তিনি সেখানে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ৫ বছর আগে দেশে এসে বিয়ে করেছেন। নিঃসন্তান সিদ্দিক মিয়ার স্ত্রী ও এক ভাই রয়েছেন। নিহত প্রবাসীর ভাগিনা লিয়াকত আলী জানান, শনিবার তিনি বাহরাইন আলদুর নামের এলাকার উদ্দেশ্য কাজের শ্রমিক আনার জন্য গাড়ি নিয়ে বের হন। এ সময় রফা এলাকায় পৌঁছানো মাত্র আকস্মিকভাবে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। এম এন / ১৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3gVsvKW
July 13, 2020 at 06:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top