ডাবল সেঞ্চুরি ছুঁচ্ছে চাঁপাইনবাবগঞ্জের করোনা শনাক্ত > আরো ২২ জনের দেহে ধরা পড়েছে করোনা

চলতি সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জে আশংকাজনক হারে বাড়তে থাকা করোনা রোগী শনাক্ত দু’ শ ছুঁতে বসেছে। রবিবার নতুন করে ২২ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট শনাক্ত গিয়ে ঠেকেছে ১৯৯ এ। আর মোট শনাক্ত ১৯৯ এর মধ্যে গেল ৬ দিনেই শনাক্ত হয়েছেন ৯৮ জন।
চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রবিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ১৭৩ টি নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। এই প্রতিবেদনে ২২ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে।
তিনি জানান, করোনা শনাক্ত মোট রোগীর মধ্যে ৯৩ জন সুস্থ হয়েছে। বাকী ১০৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই আইসোলেশনে রয়েছেন।
এদিকে, নতুন করে শনাক্ত ২২ জনের এলাকার তথ্য জানাতে না পারলেও শনাক্ত তালিকায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী রয়েছেন বলে জানান সিভিল সার্জন।
অন্যাদিকে, রবিবার নতুন করে আরো ১৩০ জনের নমুনা পরীক্ষা জন্য পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৭-২০



from Chapainawabganjnews https://ift.tt/2OkwFQk

July 13, 2020 at 03:29AM
13 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top