ধাওয়া দিয়ে শিবগঞ্জের এমপি ধরলেন ৩ ফেন্সিডিল বহনকারীকে

সরকারি এক কর্মসুচি থেকে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল মঙ্গলবার নিজে ধাওয়া দিয়ে ধরলেন ৩ ফেন্সিডিল বহনকারীকে। তাদের কাছ থেকে ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে জানান, বিকেলে শিবগঞ্জের একটি আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন শেষে বাড়ি ফেরার সময় বেকির মোড় এলাকায় অটোরিক্সার মধ্যে চিৎকার শুনে অটোরিকশাকে থামতে বলা হলেও দ্রুত পালনোর চেষ্টা করে। এ সময় তার গাড়ি দ্রুত বেগে ধাওয়া দিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদকালে তাদের কাছে ফেনসিডিল পাওয়া যায়। ১১ বোতল ফেনসিডিল ও অটোরিক্সসহ তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি জানান, অটোরিক্সায় ৪ জন থাকালেও একজন পালিয়ে যায়।
আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকার মৃত আফতাব হোসেনের ছেলে মরফুল (৪৫), সদর উপজেলার মহারাজপুর শেখ পাড়ার এম হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৫) এবং একই এলাকার আরজত আলীর ছেলে ইব্রাহীম (২৮)। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ-কানসাট সড়কের একাডেমি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৭-২০


from Chapainawabganjnews https://ift.tt/3hrFpRr

July 21, 2020 at 10:40PM
21 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top