সারাদেশে যাকাত আদায়ে চাঁপাইনবাবগঞ্জ সপ্তম অবস্থানে > পুরষ্কৃত হলেন ডিসি ও সাবেক ইউএনও

গত অর্থ বছরে যাকাত আদায়ে দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। দেশের ৬৪ জেলার মধ্যে যাকাত আদায়ে সেরা দশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের অবস্থান ৭ম। এর আগের বছর ছিল ৮ম অবস্থানে। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ পুরষ্কৃত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আবুল কালাম আজাদ।
এ উপলক্ষে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, সাবেক ইউএনও ও ডিডি ইসলামিক ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির উজ জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র জানিয়েছে, সম্মাননার সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।
এদিকে, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন তার ফেসবুক পেইজে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সরকারের প্রণদনা হিসেবে পাওয়া এই ১০ হাজার টাকা জনকল্যাণমূলক কাজে ব্যয় করবেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৭-২০


from Chapainawabganjnews https://ift.tt/3hnZ7gG

July 21, 2020 at 10:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top