ঢাকা, ২১ জুলাই- চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানকে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন থেকে বয়কট ও সংগঠনটির সভাপতি মিশা সওদাগরকে সতর্ক করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সংবাদ সম্মেলনে শিল্পী সমিতির সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে গত রোববার সন্ধ্যায় এ সংবাদ সম্মেলন করা হয়। জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল বলেন, আমি ডিপজল জীবিত থাকা অবস্থায় শিল্পী সমিতিতে টোকা দেবে তেমন কেউ বাংলাদেশে জন্মায়নি। শিল্পী সমিতির কোনো সদস্য বাদ পড়ে থাকলে নিজেরা বসে তা সমাধান করুন। আমাদের সরায়েন না। মিশা-জায়েদ আপনাদের পাশে থাকবে। আমার মনে হয় না ওরা কোথাও ত্রুটি করেছে। এ সময় ডিপজল দাবি করেন, মিশা-জায়েদকে বয়কট করার বিষয়টি একটি ষড়যন্ত্র। তিনি বলেন, সামনে ঈদ। এই ঈদে যাতে শিল্পী সমিতি কিছু না করতে পারে তারই ষড়যন্ত্র করা হয়েছে। ডিপজল বলেন, এ সংগঠনে অনন্ত জলিল টাকা দিয়েছে, কাঞ্চন ভাই টাকা দিয়েছেন। আমিও সব সময় আছি এই সংগঠনের পাশে। আরও পড়ুন:সালমান শাহের টি-শার্ট, মাথার ব্যান্ড আসছে নিলামে সংবাদ সম্মেলনে মিশা সওদাগর বলেন, ঢাকাই সিনেমা অনেক আগে থেকেই করোনায় আক্রান্ত হয়ে আছে। এ সময় নতুন করে এই সমস্যগুলো তৈরি হয়েছে। আমরা চাইলেই নিজেরা বসে এ সমস্যা সমাধান করতে পারতাম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মাসুম পারভেজ রুবেল, জায়েদ খান, চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা, খল অভিনেতা সাদেক বাচ্চু প্রমুখ। সূত্র: আমাদের সময় আর/০৮:১৪/২১ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WFox1G
July 21, 2020 at 07:42PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন