দিসপুর, ১৭ জুলাই- চিকিৎসাকেন্দ্রগুলোতে চরম দুর্ভোগে আছেন আসামের করোনা আক্রান্ত রোগীরা। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে সেখানকার কামরূপ জেলার কভিড কেয়ার সেন্টারের রোগীরা। সেখান থেকে বেরিয়ে শতাধিক রোগী পার্শ্ববর্তী রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে। অভিযোগ তাদেরকে পর্যাপ্ত খাবার, পানি দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। সংবাদ পাওয়ার পর পরই পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান কামরূপের ডেপুটি কমিশনার কৈলাশ কার্তিক। করোনা রোগীদেরকে তারা রাস্তা থেকে কেয়ার সেন্টারে ফিরে যাওয়ার আহ্বান জানান। আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা হবে বলে আশ্বাস দেন তারা। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের রাস্তা অবরোধের ঘটনায় এই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে রোগীদের কেয়ার সেন্টারে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে এলাকাবাসীদের আশ্বস্ত করেছেন সরকারি কর্মকর্তারা। রোগীরা জানিয়েছেন, তাদেরকে পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হচ্ছে না। বেডগুলোর অবস্থাও ভালো নয়। একটি রুমে রাখা হচ্ছে ১০-১২ জনকে। আসামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রোগীরা যদি কভিড-১৯ কেয়ার সেন্টারের সুবিধাদিতে সন্তুষ্ট না হয় তাহলে তারা হোম কোয়ারেন্টাইনে থাকতে পারেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা তাদের এখানে নিয়ে এসেছি যাতে তারা সেরে ওঠে। অন্যদের আক্রান্ত করার জন্য তাদের এখানে আনা হয়নি। তারা যদি এখানে সন্তুষ্ট না থাকে তাহলে হোম কোয়ারেন্টাইনে যেতে পারে। কভিড কেয়ার সেন্টারগুলোতে স্বাস্থ্যকর্মীরা দিন-রাত কাজ করছে। বাড়তি কাজের চাপে তাদের কিছুটা দেরি হওয়ার ঘটনা ঘটতে পারে বলে জানালেন হিমান্ত বিশ্ব শর্মা। অন্যান্য অঙ্গরাজ্যগুলো টাকার বিনিময়ে টেস্ট করানো হচ্ছে। কিন্তু আসামে টেস্ট থেকে শুরু করে রোগীদের আবাস ও খাদ্য থেকে শুরু করে সব খরচ রাজ্য সরকার বহন করছে। সূত্র : দেশ রূপান্তর এম এন / ১৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2B7huHr
July 17, 2020 at 08:24AM
17 Jul 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top