দুই বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটি থেকে রিয়াল সোসিয়েদাদে যোগ দিয়েছেন স্প্যানিশ তারকা মিডফিল্ডার ডেভিড সিলভা। ৩৪ বছর বয়সী সিলভা প্রায় এক দশক কাটিয়েছেন সিটিতে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে লিঁওর বিপক্ষে ৩-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নেমেছিলেন। এটিই ছিল সিটির হয়ে তার শেষ ম্যাচ। প্রাক-মৌসুম অনুশীলনে তার নতুন দল সোসিয়েদাদের সতীর্থদের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে। লা লিগার ২০২০-২১ মৌসুম আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ষষ্ঠ স্থানে থেকে গত মৌসুম শেষ করা সোসিয়েদাদ আগামী বছরের ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। ম্যানচেস্টারে থাকাকালীন সিলভা ১১টি শিরোপা জয় করেছেন। প্রিমিয়ার লিগের অন্যতম সেরা বিদেশি খেলোয়াড় হিসেবে তিনি সব সময়ই বিবেচিত হয়েছেন। আরও পড়ুন- মেসি না থাকলে বদলে যাবে বার্সেলোনার নাম! ডেভিড সিলভার সম্মানে আগামী বছর একটি ভাস্কর্য স্থাপন করতে যাচ্ছে সিটি। এমনকি ক্লাবের অনুশীলন মাঠটি তার নামে নামাঙ্কিত করা হবে বলেই সিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ভ্যালেন্সিয়া থেকে ২০১০ সালে সিটিতে যোগ দিয়েছিলেন সিলভা। সিটিজেনদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় খেলেছেন ৪৩৬টি ম্যাচ। ২০০৮ ও ২০১২ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ ও ২০১৪ সালে বিশ্ব কাপ জয়ী স্প্যানিশ দলেরও গর্বিত সদস্য ছিলেন সিলভা। ২০২১ সালে সিলভার ভাস্কর্য উন্মোচন করা হবে বলে সিটি সূত্র নিশ্চিত করেছেন। সিটি চেয়ারম্যান খালদুন আল মুবারক ক্লাবের এক বিবৃতিতে বলেছেন, ডেভিড একজন দিন বদলের কারিগর। সে এমন একজন নেতা, যে পুরো দলকে সারাক্ষণ উজ্জীবিত করে রেখেছিল। ক্লাবের হয়ে সিলভা যে অপূর্ব মুহূর্তগুলো আমাদের উপহার দিয়েছে সেগুলোকে জীবিত রাখার জন্য তার একটি ভাস্কর্য স্থাপন করা হবে। সে শুধুমাত্র একজন অসাধারণ ফুটবলারই নয়, একইসাথে একজন অনুপ্রেরণার বাতিঘর। সূত্র: কালের কন্ঠ এমএ/ ১৮ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3h6OrDH
August 18, 2020 at 12:52PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন