ঢাকা, ১৮ আগস্ট-টেস্ট চ্যাম্পিয়ন শিপের লড়াইয়ে বাংলাদেশের অবস্থান তলানিতে। তিন টেস্ট খেললেও বাংলাদেশ জয়ের মুখ দেখেনি একটিতেও। ভারতে স্রেফ নাস্তানাবুদ হওয়ার পর পাকিস্তানেও উড়ে যায় বাংলাদেশ। নতুন অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্বে দলটি ভালো কিছু করতে পারেনি। সাফল্যের আকাশে জমেছে একরাশ কালো মেঘ। শিগগিরই কালো মেঘ সরিয়ে সাফল্যের সূর্যোদয় হবে বলে বিশ্বাস করেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। জাতীয় দলের সাবেক অধিনায়ক মনে করেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে এখনও টিকে আছে বাংলাদেশ। সামনে ভালো করলে বাংলাদেশের এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে ও দর্শক টানতে গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করে আইসিসি। এতে অংশ নিচ্ছে র্যাংকিংয়ের সেরা নয় দল। প্রতিটি দল দুই বছরের মধ্যে ছয়টি সিরিজ খেলবে। তিনটি ঘরে, তিনটি প্রতিপক্ষের মাঠে। সিরিজে ম্যাচ থাকবে কমপক্ষে দুটি। ২০২১ সালের জুনে শীর্ষে থাকা দুই দল খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ৩৬০ পয়েন্ট নিয়ে আছে সবার উপরে। অস্ট্রেলিয়া ১০ ম্যাচে ৭ জয়, ২ হার ও ১ ড্রয়ে ২৯৬ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ৩ ম্যাচে ৩ হারে বাংলাদেশ এখনও পয়েন্ট টেবিলের খাতা খুলেনি। সামনে আছে শ্রীলঙ্কা সফর। সেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচ খেলবেন মুমিনুল, তামিমরা। প্রতিযোগিতার শুরুতে ভালো না করলেও নিজেদের দল নিয়ে হাবিবুল আশা ছাড়ছেন না। আরও পড়ুন:৫০ বছরের ইতিহাসে যে টেস্ট মাত্র দুই দিন টিকেছিল মঙ্গলবার তিনি বলেন, সত্যি কথা বলতে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা একদমই ভালো হয়নি। তবে এটাও সত্য আমরা অনেক পিছিয়ে যাইনি। আমাদের সুযোগ আছে এখনো। সামনে শ্রীলঙ্কা সফরে আমাদের ভালো করা সম্ভব। হয়তো অনেকেই বলবে দীর্ঘ বিরতির পর এমন ভাবনা অবান্তর। আমাদের জন্য যেমন বিরতি ছিল, শ্রীলঙ্কার জন্যও তেমন বিরতিই ছিল। শ্রীলঙ্কার মাটিতে ২০১৭ সালে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। গলে প্রথম ম্যাচ হারের পর কলম্বোতে বিজয়ের পতাকা উড়ায় মুশফিকের দল। দ্বিতীয় ম্যাচটি ছিল বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ। শ্রীলঙ্কার মাটিতে সেবারই প্রথম জয়ের মুখ দেখে বাংলাদেশ। হাবিবুলের বিশ্বাস এবারের শ্রীলঙ্কা সফরে ভালো কিছু করে টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এজন্য ইতিবাচক ক্রিকেট খেলায় জোর দিলেন তিনি। তার ভাষ্যে, টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের অবস্থান কেমন হবে, সেটি শ্রীলঙ্কা সফরেই অনেকটা বোঝা হয়ে যাবে। আমি একটা কথাই বলবো, নানা রকম সমস্যা আছে সেগুলো না ভেবে ইতিবাচক থাকতে পারলে কোন সমস্যা হবে না। আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাওয়ার কথা রয়েছে জাতীয় দলের। একমাস পর দুই দল প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে। সূত্র: রাইজিংবিডি এমএ/ ১৮ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3iO7B1q
August 18, 2020 at 01:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top