মুম্বাই, ১৮ আগস্ট- গত ৮ জুন মালাডের বহুতল থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন দিশা সালিয়ান। এর ৫ দিন পরই ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। প্রাক্তন ম্যানেজারের আত্মহত্যার সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনও যোগসূত্র রয়েছে কি না, এই নিয়ে মানুষের মনে তৈরি হয়েছে নানা জিজ্ঞাসা। অবশ্য দিশার পরিবার এবং বাবা-মায়ের দাবি, তাদের মেয়ের মৃত্যুর সঙ্গে সুশান্তের আত্মহত্যার কোনও সম্পর্ক নেই। আরও পড়ুনঃ নতুন সিনেমার ঘোষণা দিলেন প্রভাস আর বিষয়টি নিয়ে যখন ভারতেজুড়ে জোর শোরগোল শুরু হয়েছে, সেই সময় প্রকাশ্যে আসে দিশার সঙ্গে সুশান্তের কথপোকথনের বেশ কিছু অংশ। যেখানে হোয়াটস অ্যাপ চ্যাটের মাধ্যমে দিশার সঙ্গে কথা হয় সুশান্তের। এমনকি, খুব শিগগিরই তারা নতুন প্রজেক্টে একসঙ্গে কাজ শুরু করবেন বলেও ওই চ্যাটের মাধ্যমে প্রকাশ পায়। এআর/১৮ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34hBCm6
August 18, 2020 at 02:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top