মুম্বাই, ১৯ আগস্ট - দিল্লির হয়ে এবার আইপিএলে খেলতে দেখা যাবে না ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস ওকসকে। গত মার্চ মাসেই ওকস সেকথা জানিয়ে দেয় দিল্লি ফ্র্য়াঞ্চাইজিকে। দিল্লি ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে ক্রিস ওকসকে দেড় কোটি টাকা বেসপ্রাইজ দিয়ে দলে নিয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি থাকবে। তাই দেশের হয়ে নামার আগে তিনি নিজেকে তৈরি রাখতে চান। তাই ক্রিস ওকস আইপিএল খেলে ধকল নিতে চান না বলে জানিয়েছিলেন করোনার আগেই। তবে করোনা পরবর্তী সময়েও মানসিকতা বদলাচ্ছেন না ক্রিস ওকস। আরও পড়ুন: এবার রাহুল ও ঋষভের রাতে ভাল ঘুম হবে: ডিন জোন্স ওকসের বদলি হিসেবে প্রোটিয়া পেসার এনরিখ নর্টজেকে দলে নিল দিল্লি ফ্র্য়াঞ্চাইজি। ২০১৯ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স নর্টজেকে দলে নিলেও চোটের কারণে খেলেননি তিনি। তবে এই মরশুমে আইপিএলে দিল্লির হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। সূত্র : বিডি-প্রতিদিন এন এইচ, ১৯ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Yg2Dmd
August 19, 2020 at 06:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top