বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ ব্যবধানে হেরে বার্সার আকাশে এখন ঘোর অমানিশা। হারের মাশুল হিসেবে চাকরি হারিয়েছেন কোচ কিকে সেতিয়েন, ক্লাব পরিচালক এরিক আবিদালও। বার্সাকে নতুন করে সাজাতে পরিকল্পনা করছে ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। আর পরিকল্পনা সফল করতে বর্তমান দলের অনেক তারকাকে ছেড়ে দিতে পারে কাতালুনিয়ার এই দলটি। যেই তালিকায় থাকতে পারে পিকে-সুয়ারেজ-ভিদালের মতো তারকা ফুটবলাররাও। মঙ্গলবার (১৮ আগস্ট) বার্সার অফিশিয়াল চ্যানেল বার্সা টিভিকে এক সাক্ষাৎকার দিয়েছেন ক্লাব সভাপতি। আরও পড়ুন: নিষেধাজ্ঞার শঙ্কা, ফাইনাল নাও খেলতে পারেন নেইমার সেখানেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আগামী মৌসুমে বার্সেলোনা কাদের নিয়ে পরিকল্পনা করছে, আর কাদের রাখছেন পরিকল্পনার বাহিরে। সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে, জর্ডি আলবা, ফিলিপ কুতিনহো, আর্তুরো ভিদাল, ইভান রাকিতিচ, লুইস সুয়ারেজকেউই বার্সার পরিকল্পনায় নেই আপাতত। বার্তোমেউ বলেন, কে বিক্রির জন্য নয়? অবশ্যই লিওনেল মেসি। এটা সে জানে। সে বিশ্বের সেরা খেলোয়াড়। একই কথা প্রযোজ্য টের স্টেগেন, সেমেদো, ডি ইয়ং, লংলে, দেম্বেলে, গ্রিজমানের জন্যেও। তালিকায় আনসু ফাতি না থাকলেও, এর আগে বার্তোমেউ নিশ্চিত করেছিলেন, ক্লাবের সবচেয়ে প্রতিভাবান এই তরুণ তারকাকে বিক্রি করার একদমই চিন্তা করছে না বার্সেলোনা। বার্তোমেউর এই কথার পর বুসকেটস, পিকে, ভিদাল, আলবা, সুয়ারেজ, কুতিনহোদের চিন্তায় পড়ে যাওয়াই স্বাভাবিক! প্রত্যেকেই অতিরিক্ত বেতনে ক্লাবে আছেন। কিন্তু সে তুলনায় পারফরম্যান্সের গ্রাফটা বলতে গেলে নিম্নগামী। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ২০ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YivTZx
August 20, 2020 at 04:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top