ঢাকা, ২০ আগস্ট - অক্টোবরেই শেষ হচ্ছে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ। বাংলাদেশ দল তখন শ্রীলঙ্কা সফরে থাকবে। অক্টোবরের শেষদিকে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে, তাই সাকিবকে দ্বিতীয় টেস্ট থেকেই দলে পাওয়া আশা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিবের শাস্তির মেয়াদ শেষ হবে ২৯ অক্টোবর। বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যাবে ২৩ বা ২৪ সেপ্টেম্বর। এই সময়কালে নিষেধাজ্ঞায় থাকবেন বলে দলের সাথে শ্রীলঙ্কায় যেতে পারবেন না সাকিব, এমনকি অনুশীলনও করতে হবে আলাদা। তবে নিষেধাজ্ঞা ফুরিয়ে গেলে দলে ফিরতে কোনো বাধা নেই। তাই নভেম্বরের শুরুতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেই খেলতে পারবেন তিনি। আরও পড়ুন: বিমানবন্দর ঝুঁকিপূর্ণ, চার্টার্ড প্লেনে শ্রীলংকা যাবে টাইগাররা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, দ্বিতীয় টেস্ট থেকেই সে খেলতে পারবে। এ মাসের শেষের দিকে সাকিব দেশে আসবে। অনুশীলনের জন্য সে বিকেএসপিকে বেছে নিয়েছে। দলের সঙ্গে অনুশীলন করতে না পারলেও আমাদের কোনো কোচ আলাদাভাবে ওর সঙ্গে কাজ করতে পারবে। নিষেধাজ্ঞার মেয়াদ থাকবে বলে সাকিব টাইগারদের সাথে সফরে যেতে পারবেন না, যেতে হবে আলাদা। তবে শ্রীলঙ্কায় গিয়ে কোচদের সাহচর্য পাবেন। পাপন বলেন, শ্রীলঙ্কায় সাকিব দলের সঙ্গে যেতে পারবে না। তবে আমরা চেষ্টা করব ওকে দ্বিতীয় টেস্টের ১০-১২ দিন আগে নিয়ে যেতে। ২৯ তারিখের আগ পর্যন্ত ওখানে আলাদা থেকেই অনুশীলন করল, কিন্তু আমাদের কোচরা তো দেখতে পাবে ওর কী অবস্থা। তারা প্রয়োজনে তাকে এককভাবে অনুশীলন করাতে পারবে। এগুলো ঠিকঠাকভাবে হলে অবশ্যই সাকিব দ্বিতীয় টেস্টে খেলবে। সূত্র : বিডিলাইভ২৪ এন এইচ, ২০ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3g9eNU1
August 20, 2020 at 04:50AM
20 Aug 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top