মুম্বাই, ১৭ আগস্ট- জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সরিয়ে নেওয়ার পর থেকে ভারতের সমালোচনা করেছিল তুরস্ক। যার ফলে দীর্ঘদিন ধরে ভালো যাচ্ছে না তুরস্ক ও ভারতের কূটনৈতিক সম্পর্ক। আর এরই মধ্যে ভারতের গাজনী খ্যাত অভিনেতা আমির খান তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে দেখা করেন। গত রবিবার আমির খান তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে দেখা করেন। এরপর টুইটারে আমিরের সঙ্গে সাক্ষাতের তিনটি ছবিও জুড়ে দিয়েছেন এমিনি এরদোয়ান। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এরপর ভারতীয় নাগরিকদের রোষাণলে পড়েছেন আমির। ভারত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সরিয়ে নেওয়ায় সমালোচনাও করেছে তুরস্ক। এর মধ্যে বেশ কয়েকটি ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। তাই ভারতের স্বাধীনতা দিবসে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে আমিরের সাক্ষাতকে ভালো চোখে দেখেননি ভারতীয়রা; তীব্র নিন্দা জানিয়েছেন এই বলিউড তারকার প্রতি। সাক্ষাতে এমিনি কন্যাশিশু মৃত্যুর হার কমানো ও শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে আমিরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারকাখ্যাতিকে আমির খান যেভাবে ইতিবাচক সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন, সে জন্যও তাকে ধন্যবাদ জানান। আমির খানের সিনেমা একই সঙ্গে ব্যবসাসফল ও শিক্ষামূলক, তাও বলতে ভোলেননি এমিনি। আরও পড়ুনঃ দীর্ঘদিন পর অভিনয়ে ফিরলেন নিলয় জানা গেছে, আমিরের সিনেমা লাল সিং চাড্ডা ছবির প্রায় ৭০ শতাংশের শুটিং করেছেন। করোনার জন্য বাকি ৩০ শতাংশের কাজ বাকি ছিল। করোনার মধ্যেই শুটিং করেছেন আমির। তবে লকডাউনের কারণে শুটিং বন্ধ করতে বাধ্য হন তিনি। ভারতে এখনো শুটিং করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু হাত গুটিয়ে বসে থাকতে রাজি নন আমির খান। তাই নিরাপদ দেশ ও বৈচিত্র্যময় লোকেশন দেখে উড়াল দিয়েছেন তুরস্কে। এখন বাকি অংশের শুটিং হবে সেখানেই। হলিউডের অস্কারজয়ী ছবি ফরেস্ট গাম্প এর রিমেক আমিরের এই ছবি। ছবিটি নির্মাণ করছেন অদ্বৈত চন্দন। ছবিতে আমিরের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে। ২০২১ সালের বড়দিনে মুক্তি পাবে লাল সিং চাড্ডা। এআর/১৭ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34ayTLk
August 17, 2020 at 02:53PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন