ঢাকা, ১৭ আগস্ট - করোনার কারণে মার্চের শেষের দিকে বন্ধ হয়ে গিয়েছিল সব ধরনের শুটিং। নিলয়ও ঘরবন্দি সময় কাটিয়েছেন। কোরবানির ঈদের আগেই শুটিং শুরু হলেও নিলয় অভিনয়ে ফিরলেন দেরি করে। ১৫ আগস্ট থেকে নিলয় শুরু করেছেন একটি ধারাবাহিক নাটকের শুটিং। `স্মৃতির আল্পনা আঁকি শিরোনামে ধারাবাহিক নাটকটি নির্মাণ করেছেন মুরাদ পারভেজ। এটি প্রচারিত হবে এটিএন বাংলায়। নির্মাতা জানান, ধারাবাহিক নাটকটি প্রচার হবে সেপ্টেম্বর মাস থেকে। এখানে প্রধান চরিত্রে আছেন নিলয়। তার বিপরীতে রয়েছেন হিমি। আরও পড়ুন: গোপনে আবার বিয়ে করেছেন শখ এ প্রসঙ্গে নিলয় বলেন, অনেকদিন পরে ক্যামেরার সামনে দাঁড়ালাম। একটা নতুন নতুন ফিল পাচ্ছি। সত্যি কথা বলতে খুব মিস করছিলাম কাজের জায়গাটাকে। শুটিং, গল্প, আড্ডা, সবকিছু। অবশেষে ফিরতে পেরে স্বস্তি লাগছে। সবার সাথে আবারও দেখা হচ্ছে। আর যে ধারাবাহিক নাটকটিতে কাজ করছি দারুন একটি গল্পের। ভালো লাগছে খুব। নিলয় সর্বশেষ মার্চ মাসে কৌশিক শংকর দাস পরিচালিত পাঞ্চ সিনেমার শুটিং করেছিলেন। পাঞ্চ সিনেমা প্রসঙ্গে এ অভিনেতা জানান, এখন নতুন করে আবার প্ল্যান করতে হবে। তারপর আবার জিম করে বডি ফিট করতে হবে, একটু সময় লাগবে। এছাড়াও এই সিনেমার কিছু টেকনিশিয়ান আছেন যারা থাইল্যান্ড এবং ইন্ডিয়া থেকে আসবেন। কিন্তু তারাও তো এখন আসতে পারছেন না। তাই সময় নিতেই হবে ছবিটি শুরু করতে। এন এইচ, ১৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3aIGpyx
August 17, 2020 at 02:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top