ইতালিয়ান লিগ সিরি আর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন ফুটবলার পাওলো দিবালা। এ মৌসুমে সিরি আর সেরা খেলোয়াড় হিসেবে পাওলো দিবালার নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া লিগের সেরা খেলোয়াড়দের মধ্যে জায়গা পেয়েছেন আরেক আর্জেন্টাইন পাও গোমেজ। আটালান্টার হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানো এই ফুটবলার লিগের সেরা মিডফিল্ডার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সেরা খেলোয়াড় হবার দৌড়ে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোও। ইতালিয়ান লিগে দ্রুততম সময়ে করেছেন পঞ্চাশ গোল। টানা নবমবারের মতো শিরোপা জেতানো, ৩৩ ম্যাচে ৩১ গোল। এমন সব পারফরমেন্সের পর লিগের সেরা খেলোয়াড়ের মুকুটটা যে তিনিই পাবেন এটা অনেকটাই নিশ্চিত ছিল। কিন্তু রোনালদোকে ছাপিয়ে লিগের সেরা খেলোয়াড়ের মুকুট জয় করেছেন ক্লাব সতীর্থ পাওলো দিবালা। লিগের মৌসুম সেরা ফুটবলার হিসেবে ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ মঙ্গলবার ঘোষণা করেছে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের নাম। আরও পড়ুন: হঠাৎ ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনোর সঙ্গে সভা সালাউদ্দিনদের করোনাকে জয় করে মাঠে ফিরে ঠিকই নিজের জাত চিনিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা। রোনালদোর সমান ম্যাচ খেলে ১১ গোলের সঙ্গে গোল করিয়েছেন আরো এগারোটি। তবে পরিসংখ্যান দিয়ে বিবেচনা করলে হয়তো দিবালার প্রতি কিছুটা অবিচার করাই হবে। কেননা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দায়িত্বের পরিচয় দিয়েছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। সিরি আতে সেরা গোলরক্ষক হয়েছেন য়্যুভেন্তাসের ভয়েচেক সেজনি। সেরা তরুণ খেলোয়াড়ের খেতাবটাও এসেছে এই ক্লাবের। লিগের সেরা ডিফেন্ডার হয়েছেন ইন্টার মিলানের স্টেফান ডি ভ্রিজ। সূত্র : বিডিলাইভ২৪ এন এইচ, ০৫ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XwbSOK
August 05, 2020 at 08:03AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন