মুম্বাই, ০৫ আগস্ট- বলিউডে স্বজনপোষণ নিয়ে কথা বলা শুরু হয়েছে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে। বিষয়টি নিয়ে একে একে মুখ খুলছেন অনেক সেলিব্রেটিই। এই স্বজনপোষণ নিয়ে কথা বলা সচেয়ে আলোচিত নাম কঙ্গনা রানাউত। সুশান্ত সিং মারা যাওয়ার পর থেকেই কড়া ভাষায় স্বজনপোষণের বিরুদ্ধে কথা বলছেন তিনি। এবার কঙ্গনা রানাউত স্বজনপোষণের অভিযোগ নিয়ে কারিনা কাপুরের বিরুদ্ধেও সমালোচনা করতে ছাড়লেন না। টিম কঙ্গনা রানাওয়াতের পক্ষ থেকে বলা হয়, কারিনাজি দর্শক তো আপনাদের বিত্তবান তৈরি করে দিয়েছে। আর তার জেরেই আপনারা বলিউডকে বুলিউডে রূপান্তরিত করে ফেলেছেন। কারিনা আপনার প্রিয় বন্ধু কেন কঙ্গনাকে ইন্ডাস্ট্রি ছাড়তে বলেন, তা বলতে পারেন! সুশান্তকে কেন বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান নিষিদ্ধ করে! আরও পড়ুন: সুশান্তের মৃত্যু নিয়ে সার্কাস শুরু হয়েছে: ইমরান কঙ্গনাকে ডাইনি এবং সুশান্তকে কেন ধর্ষক বদনাম দিয়ে দাগিয়ে দেওয়া হয় বলে প্রশ্ন তোলেন কঙ্গনা। সুশান্ত এবং কঙ্গনাকে কেন বলিউডের বড় বড় পার্টিতে আমন্ত্রণ থেকে বাদ দেয়া হয়। কেন সুশান্ত এবং কঙ্গনাদের জন্মদিন এবং সিনেমার মুক্তির পর তাদের অভিনন্দন জানানো হয় না! তা নিয়েও প্রশ্ন তোলেন কঙ্গনা। বলিউডে কেনো কঙ্গনা একঘরে করে দেয়া হয়েছে এ প্রশ্নও রাখেন এই অভিনেত্রী। তবে কঙ্গনার এসব প্রশ্নের কোন উত্তর দেননি কারিনা। এম এন / ০৫ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3gpO9Y5
August 05, 2020 at 11:15AM
05 Aug 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top