কলকাতা, ২৫ আগস্ট - রাজ্য স্বাস্থ্য ভবনের তথ্য অনুযায়ী প্রতিদিনই সুস্থ হয়ে ওঠার হার বাড়ছে৷ এর পাশাপাশি আরও সুখবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, সেপ্টেম্বরের শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসতে পারে। ২০-২৫ তারিখ নাগাদ নিয়ন্ত্রণে আসবে, বলছেন বিশেষজ্ঞরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফের জেলায় জেলায় যাব৷ এদিন ৫ টি জেলাকে নিয়ে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল প্রশাসনিক বৈঠক করেন৷ জেলাগুলো হল পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান, বাকুড়া,পুরুলিয়া ও বীরভুম৷ এছাড়া সব জেলার স্থানীয় নেতৃবৃন্দ, জেলা শাসক, এসপি ,কমিশনার অফ পুলিশ বৈঠকে অংশ নেন৷ মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, রাজ্যে ২০ লক্ষ কৃষান ক্রেডিট কার্ড দেওয়া হবে৷ ইতিমধ্যেই ১২ লক্ষ কার্ড দেওয়া হয়ে গিয়েছে৷ বাকি ৮ লক্ষ কার্ড কৃষকরা যাতে তাড়াতাড়ি পান,তার জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দিয়েছেন৷ আরও পড়ুন: নারদে অস্বস্তি শাসকের, শুভেন্দু অধিকারী-সহ ৫ জনকে ইডি-র নোটিস এদিন প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দেন৷ তিনি বলেন, করোনাকে দেখিয়ে অন্য কাজ বন্ধ করা যাবে না৷ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের বকেয়া প্রকল্প শেষ করতে হবে৷ বকেয়া টাকা পাচ্ছি না বলে কাজ বন্ধ করা যাবে না৷ তিনি আরও বলেন,বাংলায় প্রথম করোনা আক্রান্ত ধরা পড়ে সম্ভবত ২৩ মার্চ। করোনার ফলে প্রচুর খরচ বেড়েছে, আয় কমেছে৷ প্রতিবেশী রাজ্য থেকে করোনা আক্রান্ত এলে তার চিকিৎসা করতে হবে৷ কিন্তু তার স্থায়ী ঠিকানা নথিভুক্ত করতে হবে৷ বাংলায় মৃত্যুর হার কমেছে৷ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যের অর্থনীতির অবস্থা খারাপ থাকা সত্ত্বেও কৃষকদের পাশে আর্থিক সাহায্য নিয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকার। রাজ্যে যে সমস্ত কৃষক মারা গিয়েছেন, তাঁদের পরিবারের হাতে দুলাখ টাকা করে তুলে দেওয়া হয়েছে। এ রাজ্যে মে মাস পর্যন্ত ৯ হাজার ৪৯৫ জন কৃষক পরিবার কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এই সাহায্য পেয়েছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়৷ সূত্র : কলকাতা২৪ এন এইচ, ২৫ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3jdIuFq
August 25, 2020 at 03:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top