শিবগঞ্জের চরাঞ্চলের মানুষদের জন্য নৌ-এ্যাম্বুলেন্স প্রদান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিস্তৃর্ণ চরাঞ্চলের রোগী বহনের জন্য মঙ্গলবার একটি নৌ-এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। সকালে শিবগঞ্জের চরাঞ্চলের পাঁকা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত দুরুল হোদার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌ-অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উজিরপুর ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ চরাঞ্চলের মানুষদের চিকিৎসা সহায়তায় এই নৌ-এ্যাম্বুলেন্স প্রদান করা হলো। অক্সিজেনসহ প্রাথমিক চিকিৎসার উপকরণ থাকা এই এ্যাম্বুলেন্সের মাধ্যমে শিবগঞ্জের পাঁকা, উজিরপুর ইউনিয়নসহ দুর্লভপুরের একাংশের মানুষ দ্রুত রোগী বহন করে হাসপাতালে নিয়ে আসতে পারবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৮-২০



from Chapainawabganjnews https://ift.tt/3ldq5dM

August 25, 2020 at 05:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top