নড়াইল, ০১ আগস্ট- প্রায় ২২দিন করোনার সঙ্গে লড়াই করে অবশেষে সুস্থ হয়ে উঠেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। আজ শনিবার ঈদের দিন নিজের মামা ও ভাইকে নিয়ে নড়াইল সদর উপজেলা পরিষদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন তিনি। নামাজের পর এলাকাবাসীসহ ভক্ত-সমর্থক সবাইকে ঈদের শুভেচ্ছা জানান মাশরাফি। এ সময় করোনাভাইরাস থেকে সবাইকে সাবধানে থাকার আহ্বান জানান তিনি। আরও পড়ুন: ঈদের দিন মুক্তিযোদ্ধাদের ফল-মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী এবারও ঈদগাহে অনুষ্ঠিত না হওয়ায় সকাল সাড়ে ৭টায় নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজে সামাজিক দূরত্ব বজায় রেখে অংশ নেন মাশরাফি, তার মামা নাহিদুল ইসলাম ও ভাই সিজার। একই সঙ্গে নামাজে অংশ নেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম নবী সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নামাজে ইমামতি করেন মওলানা আব্দুর রশীদ। উল্লেখ্য, গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি। দুবার তার নমুনা পরীক্ষার পর ফলাফল পজিটিভ মেলে। তার স্ত্রী সুমিও করোনায় আক্রান্ত ছিলেন। সূত্র: আমাদের সময় এম এন / ০১ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/314MWiA
August 01, 2020 at 09:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top