মুম্বাই, ১৮ আগস্ট- দুই দশকের ক্যারিয়ারে সিনেমা করেছেন প্রায় চল্লিশটির মত। প্রথম ছবিটি ব্লকবাস্টার হয়, পরের ছবিটি হয় আরও বেশি সুপারহিট। সফল তকমা পেলেও এই নায়িকা অভিনয়ের তুলনায় বেশি আলোচনায় ছিলেন তার ব্যক্তিগত জীবনে বিতর্কের কারণে। ৪৫ বসন্ত পার করা সেই নায়িকা আর কেউ নয়, আমিশা পাটেল। মুম্বাইয়ের এক গুজরাটি পরিবারে ১৯৭৫ সালের ৯ জুন আমিশার জন্ম হয়। বাবা অমিত এবং মা আশার নাম মিলিয়ে তাঁর নামকরণ করা হয় আমিশা। তার ভাই অস্মিতও একজন অভিনেতা। বিখ্যাত রাজনীতিক তথা কংগ্রেস নেতা প্রয়াত রজনী পাটেলের নাতনি আমিশা মুম্বাইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলের ছাত্রী ছিলেন। ছাত্রীজীবনে অত্যন্ত মেধাবী আমিশা আমেরিকা পাড়ি দিয়েছিলেন বায়োজেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বেন বলে। দু বছর ইঞ্জিনিয়ারিং পড়ার পরে আমিশা অর্থনীতি নিয়ে পড়াশোনা শুরু করেন। আমিশার কাজের সূত্রপাতও অর্থনীতি নিয়ে। এরপর তিনি আমেরিকায় চাকরি শুরু করেন ইকোনমিক অ্যানালিস্ট হিসেবে। তবে সেই চাকরি বেশি দিন করেননি তিনি। ফিরে আসেন দেশে, ফিরেই যোগ দিলেন বিখ্যাত সত্যদেব দুবের নাটকের দলে। রক্ষণশীল পরিবারের ধারা ভেঙে আমিশা নাটকে অভিনয় এবং মডেলিং শুরু করেন। বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনে তিনি হয়ে ওঠেন পরিচিত মুখ। ১৯৯৯ সালে উর্দু নাটক নীলমএ মুখ্য ভূমিকায় অভিনয় করার সময় তিনি রাকেশ রোশনের চোখে পড়ে যান। আমিশার বাবা ছিলেন রাকেশ রোশনের ছোটবেলার বন্ধু। সেই সূত্রেই আমিশার কাছে কাহো না প্যায়ার হ্যায় ছবিতে অভিনয়ের প্রস্তাব আসে। ছেলে হৃতিক রোশনকে লঞ্চ করার জন্য নায়িকার ভূমিকায় নতুন মুখ খুঁজছিলেন রাকেশ। প্রথমে কারিনা কাপুরের কাছে এই ছবিতে অভিনয়ের প্রস্তাব গেলেও ছদিন শুটিং করার পরে এই ছবি থেকে সরে দাঁড়ান কারিনা। আরও পড়ুনঃজ্যোতিষীর কথা শুনে নাম পাল্টেছেন যেসব তারকা কারণ, কারিনার মা ববিতার এই ছবির কিছু শর্ত পছন্দ ছিল না। তারপরেই সেই ছবিতে সুযোগ পান আমিশা। ২০০০ সালে কাহো না প্যায়ার হ্যায় মুক্তির পর ব্লকবাস্টার হিট হয়। হৃতিক আমিশা জুটিকে আকাশছোঁয়া সাফল্য দেয় এই ছবি। এরপর বদ্রী নামে একটি দক্ষিণী ছবিতে অভিনয় করেন আমি। সেটিও বক্সঅফিসে সফল হয়েছিল। পরপর সাফল্যের সুবাদে ইন্ডাস্ট্রিতে কাজ পেতে সমস্যা হচ্ছিল না আমিশার। প্রথম দুই ছবির সাফল্যকে ছাপিয়ে গেল আমিশার তৃতীয় ছবি গদর এক প্রেম কথা। এটিও ব্লকবাস্টার হিট। বক্স অফিসে সুপারহিট ছবির হ্যাটট্রিকের দৌলতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান আমিশা। কিন্তু তার ক্যারিয়ারে সাফল্যের মতো ব্যর্থতাও এল বেশ তাড়াতাড়ি। হৃতিকের বিপরীতে আমিশার দ্বিতীয় ছবি আপ মুঝে আচ্ছা লাগনে লাগে ফ্লপ হয়। এরপর আরও কিছু ছবি বক্স অফিসে তেমন একটা লাভ করতে পারেনি। ক্রান্তি, ক্যায়া ইয়েহি প্যায়ার হ্যায়, ইয়ে হ্যায় জালওয়া, পরওয়ানা-সহ আমিশার বেশ কিছু ছবি মুখ থুবড়ে পড়ে সেসময়। বড় নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করেও এই ছবিগুলিতে কিছু করে উঠতে পারেননি আমিশা। একটানা ব্যর্থতার পরে কিছুটা আশার আলো আসে হামরাজ ছবির হাত ধরে। এই ছবিতে সাফল্যে ভর করে বলিউডে নিজের ক্যারিয়ার আবার গুছিয়ে নিতে চাইছিলেন তিনি। কিন্তু সেই সময়ে বিতর্ক শুরু হয় তার ব্যক্তিগত জীবন ঘিরে। হঠাৎ করে বাবা-মাকে আইনি নোটিশ পাঠিয়ে বসেন আমিশা! নায়িকার অভিযোগ ছিল, তার ১২ কোটি টাকা নিয়ে ফেরত দেননি তার বাবা-মা। এই ঘটনায় পাটেল দম্পতির অভিযোগ ছিল পরিচালক বিক্রম ভাটের দিকে। আপ মুঝে আচ্ছে লাগনে লাগে ছবিতে অভিনয়ের সুবাদে তার সঙ্গে পরিচয় আমিশার। ক্রমে তার থেকে প্রেম এবং তার পর লিভ ইন। যদিও আমিশার উপার্জন ও অন্যান্য আর্থিক হিসেব দেখভাল করতেন তাঁর বাবা-ই। তিনি মেয়ের থেকে ১২ কোটি টাকা নিয়ে বিনিয়োগ করেছিলেন তার ব্যবসায়। তার অভিযোগ ছিল, পরিচালক বিক্রম ভাটের ইন্ধনেই এই টাকা নিয়ে প্রশ্ন তুলেছেন তার মেয়ে আমিশা। অন্যদিকে, আমিশার অভিযোগ ছিল, তার ইচ্ছের বিরুদ্ধে এই টাকা নেওয়া হয়েছে। অভিযোগ-পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে আমিশার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় ইন্ডাস্ট্রিতে। পরে বিক্রম ভাটের মাকেও আমিশার বাবা-মা হুমকি দেন বলে অভিযোগ পাওয়া যায়। এই মর্মে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বিক্রমের মা। এত সব কিছুর পরে বিক্রমের সঙ্গে আমিশার সম্পর্ক পাঁচ বছরের বেশি স্থায়ী হয়নি। বিচ্ছেদের মূলে অবশ্য ছিল দুজনেরই ক্যারিয়ারের ব্যর্থতা। সে সময় বলিউডে কঠোর পরিশ্রম করা ছাড়া উপায় ছিল না আমিশার। তারপরেও সুযোগ না পেয়ে তিনি তেলেগু ছবিতে অভিনয় শুরু করেন। আমির খানের বিপরীতে মঙ্গল পাণ্ডে এবং অক্ষয়কুমারের বিপরীতে মেরে জীবনসাথী ছবিও আমিশার ক্যারিয়ারের ছিঁড়ে যাওয়া পালে নতুন বাতাস যোগ করতে পারেনি। এমন অবস্থা দাঁড়ায়, তেলেগু ছবি ছাড়া অন্য কোথাও নায়িকার ভূমিকায় দেখা যেত না আমিশাকে। বলিউডে তার পরিচয় দাঁড়িয়েছিল অতিথি শিল্পী। ভগ্নপ্রায় ক্যারিয়ারে কিছুটা উজ্জ্বলতা এনেছিল হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড এবং ভুল ভুলাইয়া। দুটি ছবিতেই আমিশার অভিনয় প্রশংসিত হয়েছিল। কিন্তু সেই উজ্জ্বলতাও বেশিদিন স্থায়ী হল না। যশরাজ ফিল্মের থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক ছবির লেজি লামহে গানে তাঁকে দেখা যায় বিকিনিতেও। কিন্তু তারপরেও ক্যারিয়ারে রয়েই যায় ভাটার টান। এসময় লন্ডনের ব্যবসায়ী কনভ পুরীর সঙ্গে ঘনিষ্ঠতা হয় আমিশার। শোনা যাচ্ছিল দুজনে বিয়ে করবেন। কিন্তু ২০১০-এ শোনা গেল তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। পরের বছর বন্ধু কুণাল ভুমরের সঙ্গে আমিশা নিজের প্রোডাকশন হাউস শুরু করেন। সেই হাউসের প্রথম ছবি ছিল দেশি ম্যাজিক। কিন্তু সেই ছবি সম্পূর্ণ তৈরি হওয়ার পরেও তা দিনের আলোর মুখ দেখেনি। এই ঘটনায় প্রযোজক অজয় কুমার সিংয়ের সঙ্গে ৩ কোটি টাকা নিয়ে আইনি লড়াইও হয় আমিশার। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রয়েছে, বিবাহিত কুণালের সঙ্গে আমিশার সম্পর্ক নিছক পেশাদার ব্যবসায়ীর নয় বরং তাদের দুজনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। কিন্তু তাদের প্রযোজনা সংস্থাও চলল না বেশিদিন। ব্যর্থ আমিশা আর এক বার ইন্ডাস্ট্রিতে ফেরার চেষ্টা করলেন। রেইস টু, ভাইয়া জি সুপারহিট-এর মতো ছবিতে তিনি অভিনয় করেন। কিন্তু আগের জনপ্রিয়তা আর ফিরে এল না। এ সময় নিজের ঔদ্ধত্যের জন্য বার বার সমালোচিত হচ্ছিলেন আমিশা। ২০১৩ সালে শর্টকাট রোমিও ছবিতে তাকে শেষ বারের মতো দেখা গিয়েছে বলিউডের বড় পর্দায়। ২০১২ সালে শুটিং শেষ হওয়া ভাইয়াজি সুপারহিট ছবিটি মুক্তি পায় ২০১৮ সালে। ফলে আমিশার কোনও পদক্ষেপই সফল হয়নি। এ সময় একটি বিয়ে বাড়িতে নাচের জন্য ১১ লক্ষ টাকা নিয়েও তিনি পারফর্ম করেননি বলে অভিযোগ। তার ম্যানেজারকে বিভিন্ন প্রযোজকের কাছে ঘুরতে দেখা গিয়েছে। কিন্তু অভিনয়ের অফার আসেনি আমিশার কাছে। অভিনয় থেকে বহু দূরে এখন আমিশাকে দেখা যায় ইনস্টাগ্রামে। বেশিরভাগ সময়েই তিনি শরীরচর্চার ছবি দেন। সেখানেও বহু বার ট্রলের শিকার হয়েছেন। সমালোচকদের মতে, এর পরেও আমিশার ঔদ্ধত্য দূর হয়নি। হৃতিক রোশনের মাহেঞ্জাদাড়ো ছবি ব্যর্থ হওয়ার পরে আমিশা মন্তব্য করেছিলেন, সব নবাগতাকে দিয়ে বক্সঅফিসে ছবি সুপারহিট করানো যায় না। সূত্র: বাংলাদেশ জার্নাল এমএ/ ১৮ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3iJeZLA
August 18, 2020 at 11:48AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.