ভোলাহাটের বিল থেকে নারীর মস্তকবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রাঙামাটিয়া বিল থেকে শ্যামলী ওরফে কাদনি (৪৫) নামে এক নারীর মস্তক বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শ্যামলী ভোলাহাট উপজেলার ঘাইবাড়ি গ্রামের মৃত এন্তাজ আলীর মেয়ে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান, প্রায় ২০ বছর আগে স্বামীর সঙ্গে তালাক হয়ে গেলে বাবার বাড়িতেই থাকতেন শ্যামলী। সোমবার বেলা ১১ টার দিকে রাঙামাটিয়া বিলে ঘাস কাটার উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হন। এরপরে আর বাড়ি না ফিরলে স্বজনা খোঁজাখুজি শুরু করেন। কিন্তু রাত পর্যন্ত তার কোনো খোঁজ মিলেনি। মঙ্গলবার সকালে বিলে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, শ্যামলীকে জবাই করে হত্যা করা হয়েছে। তার দেহ ও মাথা আলাদা আলাদা স্থানে পড়ে ছিল। তবে কে বা কারা কেনো শ্যামলীকে হত্যা করেছে তা নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শ্যামলীর মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৮-২০



from Chapainawabganjnews https://ift.tt/3g0YjNS

August 18, 2020 at 02:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top