নয়াদিল্লি, ১৬ আগস্ট-ভারত দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কবে অবসরে যাচ্ছেন এ নিয়ে দেশটির ক্রিকেটমহলে জল্পনার শেষ ছিল না। অবশেষে সেই আলোচনা অবসান ঘটিয়ে ভারতের স্বাধীনতা দিবসে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ধোনি। আচমকা ইতি টানলেন মহাকাব্যিক এক ক্যারিয়ারের। বিদায়টা রাজসিক না হলেও ধোনিকে কিংবদন্তি বলতে দ্বিধা নেই তার শত্রুদেরও। রেকর্ডও বলছে ধোনির পক্ষেই। ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি, ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জিতেছে ভারত। সে হিসাবে ভারতের ইতিহাসে সফলতম অধিনায়ক তিনি। দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি ১৬ বছরের ক্যারিয়ারে অনেক ব্যক্তিগত রেকর্ড গড়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। এসব অর্জনের মধ্যে তার এমন পাঁচটি রেকর্ড রয়েছে, যা ক্রিকেট ইতিহাসে আর কারও নেই। ধোনির সেই রেকর্ডগুলো এক নজরে দেখে নেয়া যাক- ১) বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে তিনটি আলাদা আইসিসি ট্রফি জিতেছেন ধোনি। ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফি। ২) ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব দেয়ার রেকর্ডও রয়েছে ধোনির। মোট ৩৩২টি ম্যাচে অধিনায়ক ছিলেন তিনি। এর মধ্যে ২০০টি ওয়ানডে, ৬০টি টেস্ট এবং ৭২টি টি-টোয়েন্টি ম্যাচে দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশ্বে তার পরেই রিকি পন্টিংয়ের অবস্থান। তিনি নেতৃত্ব দিয়েছেন ৩২৪টি ম্যাচে। ৩) অধিনায়ক হিসেবে দলকে সবচেয়ে বেশিবার ফাইনালে পৌঁছে দেয়ার কৃতিত্বও রয়েছে ধোনির। ধোনির অধীনে ছয়টি বহুজাতিক ওয়ানডে টুর্নামেন্টের ফাইনাল খেলেছে ভারত; যার চারটিতেই শিরোপা পেয়েছে ম্যান ইন ব্লুরা। ৪) ধোনিকে বলা হয় মিস্টার ফিনিশার। অনেক ম্যাচেই নট-আউট থেকে জয় ছিনিয়ে এনেছেন ভারতের এই অধিনায়ক। তাই ওয়ানডেতে সবচেয়ে বেশি নট-আউটের রেকর্ড তার দখলে। পরিসংখ্যান বলছে, মোট ৮৪টি ম্যাচে অপরাজিত থেকেছেন ধোনি। তার পর এই রেকর্ডের মালিক দক্ষিণ আফ্রিকার শন পোলক। ৭২টি ম্যাচে নট-আউট ছিলেন পোলক। ৫) ইতিহাসসেরা উইকেটকিপারদের মধ্যে ধোনি অন্যতম। আন্তর্জাতিক ক্যারিয়ারে সবচেয়ে বেশি স্টাম্পিং করার রেকর্ড তার দখলে। ৩৫০ ম্যাচ খেলে ১২৩টি স্টাম্প করেছেন তিনি। তথ্যসূত্র: ইএসপিএন ক্রিক ইনফো, হিন্দুস্তান টাইমস এমএ/ ১৬ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3iJlEFw
August 16, 2020 at 01:00PM
16 Aug 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top