ছিলেন রহস্যময় অফ স্পিনার। কিন্তু ক্যারিবীয় ক্রিকেটার সুনিল নারিন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে হয়ে গেলেন পুরো দস্তুর একজন টপ অর্ডার ব্যাটসম্যান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচেও ব্যাট এবং বল হাতে মাঠ কাঁপিয়েছিলেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যে উড়ে গিয়েছিল অ্যামাজন ওয়ারিয়র্স। দুর্দান্ত জয় পেয়েছে বলিউড তারকা শাহরুখ খানের দল ট্রিনবাগো নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয়েছিল নারিনের ট্রিনবাগো এবং আন্দ্রে রাসেলের জ্যামাইকা তালাওয়াস। কিন্তু এখানেও সেই নারিনের শো। ব্যাট এবং বল হাতে যে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন, তাতে উড়ে গেলো জ্যামাইকা। আরও পড়ুন: বৃষ্টিস্নাত দিনে তামিম-মুমিনুলদের লঙ্কা সিরিজের প্রস্তুতি বল হাতে প্রথমে ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। এরপর ব্যাট হাতে ছিলেন আরও বিধ্বংসী। ৩৮ বলে ৭টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় ৫৩ রান করেন নারিন। তার এই বিধ্বংসী রূপের কাছেই হেরে বসেছে জ্যমাইকা তালাওয়াস। ম্যাচ শেষে সেরার পুরস্কারও তাই উঠেছে সুনিল নারিনের হাতে। টস জিতে জ্যামাইকাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ট্রিনবাগোর অধিনায়ক কাইরন পোলার্ড। ৮ উইকেট হারিয়ে তারা শেষ পর্যন্ত সংগ্রহ করে ১৩৫ রান। উইকেটরক্ষক ব্যাটসম্যান গ্লেন ফিলিপসের ৪২ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংসের ওপর ভর করেও বেশিদুর এগুতে পারেনি জ্যামাইকা। ৫টি বাউন্ডারি এবং ৪টি ছক্কায় সাজানো ছিল ফিলিপসের ইনিংস। ১৬ বলে ২২ রান করেন আসিফ আলি। সুনিল নারিনের বলে বোল্ড হন আসিফ। ২৬ বলে ২৫ রান করেন আন্দ্রে রাসেল। রামাল লুইস ১৬ বলে করেন ১৫ রান। আলি খান এবং জাইদিন সিলস নেন ২টি করে উইকেট। জবাব দিতে নেমে শুরুতেই কোনো রান না করতেই লেন্ডল সিমন্সের উইকেট হারায় ট্রিনবাগো নাইট রাইডার্স। এরপরই সুনিল নারিন এবং কলিন মুনরোর বিধ্বংসী জুটির সামনে উড়ে যায় জ্যামাইকা। ৪৬ বলে ৪৯ রান করেন মুনরো। ড্যারেন ব্র্যাভো করেন ১৭ বলে ১৪ রান। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২১ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Qbewpl
August 21, 2020 at 06:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top