করোনাভাইরাসের কারণে সব সূচিতে ওলটপালট। সদ্য সমাপ্ত মৌসুমও শেষ করতে হয়েছে অন্তত দুই থেকে তিনমাস বিলম্বে। যে কারণে, আগামী মৌসুম শুরু করতেও অনেক বিলম্ব। তবে ইউরোপের সবচেয়ে জমজমাট ফুটবল লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ কোনোভাবেই আর বিলম্ব করতে রাজি নয়। এ কারণে নতুন মৌসুমের সূচি ঘোষণা করে দিয়েছে তারা। সেই সূচি অনুযায়ী লিডস ইউনাইটেডের বিরুদ্ধে অ্যানফিল্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের ম্যাচ দিয়ে শুরু হবে নতুন মৌসুম। দীর্ঘ ১৬ বছর পর প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন করতে চলা লিডসের বিরুদ্ধে ১২ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মাঠে নামবে ইয়ুর্গেন ক্লপের দল। আরও পড়ুন: স্পেনের দল ঘোষণা, দলে আছে বার্সেলোনার ফরোয়ার্ড আনসু ফাতি সূচিতে কিন্তু প্রথম সপ্তাহে ম্যানইউ এবং ম্যানসিটির কোনো ম্যাচ রাখা হয়নি। ইউরোপিয়ান প্রতিযোগীতায় অংশগ্রহণ করা এই দুই ক্লাব মৌসুম শেষে অন্তত একমাসের বিশ্রাম চেয়েছিল। এ কারণে ১৯ সেপ্টেম্বর অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করবে রেড ডেভিলরা। একইদিনে উলভসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। লিগ শুরুর দিনে মাইকেল আর্তেতার আর্সেনাল অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে প্রিমিয়ার ডিভিশনে উন্নীত হওয়া ক্লাব ফুলহ্যামের বিপক্ষে। উত্তর লন্ডনের আরেকটি ক্লাব টটেনহ্যাম হটস্পার একইদিন ঘরের মাঠে নামবে এভার্টনের বিরুদ্ধে। চেলসি লিগ অভিযান শুরু করবে ১৪ সেপ্টেম্বর ব্রাইটনের মাঠে। একইদিনে শেফিল্ডের ঘরের মাঠে খেলতে নামবে উলভস। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চেলসির ঘরের মাঠে খেলতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলকে। এরপর ঘরের মাঠে লিভারপুলের তৃতীয় রাউন্ডের ম্যাচ আর্সেনালের বিপক্ষে। অর্থ্যাৎ মৌসুমের শুরুতেই কঠিন সব প্রতিপক্ষের মোকাবেলা করবে লিভারপুল। দুই ম্যানচেস্টার ডার্বির দিনক্ষণ ঠিক হয়েছে ১২ ডিসেম্বর এবং আগামী বছর ৬ মার্চ। ১২ সেপ্টেম্বর শুরু হয়ে আগামী বছর ২৩ মে শেষ হবে ২০২০-২১ ইংলিশ প্রিমিয়ার লিগ। করোনাভাইরাসের কারণে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে কোনো শীতকালীন বিরতি রাখা হয়নি। করোনার কারণে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগীতা শেষ হওয়ার তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে ফের চালু হয়ে যাচ্ছে লিগ। আগামী বছর ১১ জুন শুরু হচ্ছে চলতি বছর স্থগিত হয়ে যাওয়া ইউরো। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২১ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34iPr3P
August 21, 2020 at 06:34AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন