বিপুল প্রত্যাশা নিয়ে প্রথম কোচিং ক্যারিয়ার শুরু করতে জুভেন্তাসে পৌঁছেছেন আন্দ্রে পিরলো। তাকে নিয়ে ইতালিতে চলছে কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান ও পেপ গার্দিওলার মতো কোচিং সাফল্যের প্রত্যাশা। জুভেন্তাসের অনুর্ধ ২৩ দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার মাত্র এক সপ্তাহ পর ইতালি ও জুভেন্তাসের সাবেক মিডফিল্ডার ৪১ বছর বয়সী পিরলো ক্লাবটির শীর্ষ দলের দায়িত্ব পেয়ে গেছেন। এর এক সপ্তাহ পরেই চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতায় চাকরি হারানো মারজিও সারির শূন্যস্থান পূরণ করলেন পিরলো। আন্দ্রে পিরলো ক্যাম্পে যোগ দেওয়ার পর জুভেন্তাস সভাপতি আন্দ্রে আজনেলি বলেছেন, এমন একটি দল গঠন করতে হবে যে দলে থাকবে আন্তঃসম্পর্ক, সুন্দর পরিবেশ এবং গতিশীলতা। ২০১১ সাল থেকে ২০১৫ সালের মধ্যে জুভেন্তাসের হয়ে ৪টি লিগ শিরোপা জয় করেছেন পিরলো। এরপর এমএলএসে তিন বছর কাটানোর পর ২০১৭ সালের নভেম্বরে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেন। তিনি বলেন, ক্লাব থেকে দূরে চলে যাওয়ার পরও আমি সম্পর্ক ধরে রেখেছিলাম। তুরিন ছেড়ে যাওয়াটা আমার জন্য ছিল স্বাভাবিক একটি বিষয়। আবার এখানে কাজে ফিরে আসাটাও আমার কাছে গতানুগতিক। আমি পুরো দায়-দায়িত্ব নিয়েই নিজেকে এখানে নিয়োজিত করব। এটি আমাকে ফের নতুন জীবন দিয়েছে। খেলোয়াড় হিসেবে যা অর্জন করেছি তারই ক্যারিয়ার পুনরুদ্ধারের সুযোগ এনে দিয়েছে। আরও পড়ুন: চেলসিকে দুই লেগে বিধ্বস্ত করে কোয়ার্টারে বায়ার্ন খেলোয়াড়ী জীবনে সমসাময়িক তারকা জিদান এবং গার্দিওলাও রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় একই সুযোগ কাজে লাগিয়েছেন। তবে ২০০৬ সালে পিরলোর দলের কাছে বিশ্বকাপের শিরোপা হারানো জিদান মূল দলের দায়িত্ব গ্রহণের আগে দুই বছর রিয়াল মাদ্রিদের বি দলের কোচের দায়িত্ব পালন করেছেন। আর গার্দিওলা কাজ করেছেন বার্সেলোনার দ্বিতীয় বিভাগের ক্লাব নিয়ে। পরে তিনি মুল দলের দায়িত্ব নিয়ে এনে দেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। পিরলো বলেন, গার্দিওলা এবং জিদান? সবাই চান তাদের মত পথ পাড়ি দিতে। তবে সেটি অর্জনের জন্য আপনাকে অভিজ্ঞতা লাভ করতে হবে। নাপোলি কোচ জেনারো গাত্তুসো মনে করেন, তার সাবেক ইতালি ও এসি মিলান সতীর্থের জন্য এই যাত্রাটি হবে একেবারেই খাড়া পাহাড় চুড়ায় আরোহণের মতো। বার্সেলোনার কাছে হেরে ইউরোপীয় আসর থেকে বাদ পড়া দলটির এই কোচ বলেন, সে জুভেন্তাসের দায়িত্ব লাভ করলেও আমি বলব এটি হবে বেশ কঠিন কাজ। পিরলো ফুটবলার হিসেবে যে ক্যারিয়ার গড়েছিল, সেটা এই কাজের জন্য যথেষ্ট নয়। এজন্য তাকে আরো পড়াশুনা ও কাজ করতে হবে। আমি তাকে শুভকামনা জানাই। সূত্র : কালের কণ্ঠ এন এইচ, ১০ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2DKpOxH
August 10, 2020 at 02:28PM
10 Aug 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top