ঢাকা, ১০ আগস্ট- কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের নিহতের ঘটনায় কোনোভাবেই সম্পৃক্ত নন বলে দাবি করেছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরা। বিষয়টি নিয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে মানহানির অভিযোগের ব্যাপারেও ভাবছেন তিনি। সোমবার দুপুরে ইলিয়াস কোবরা বলেন, মেজর সিনহাকে আমি কোনোদিনই দেখিনি, তার সঙ্গে আমার পরিচয়ও হয়নি। আমার বাড়িতে তিনি এসেছিলেন, এ রকম দাবি যারা করছেন তারা মিথ্যা বলছেন। কক্সবাজারে আমার কোনো বাগানবাড়ি নেই। খুবই সাদামাটা পৈতৃক বাড়ি আছে। সোমবার দুপুরে তিনি কক্সবাজার যাচ্ছেন উল্লেখ করে বলেন, আমি এখন রাস্তায়, কক্সবাজার যাচ্ছি। সেখানে আমার পরিচিত একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে ভাবছি। এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে আমার পুরো বক্তব্য সবাইকে জানাব৷ কক্সবাজারের নোয়াখালী পাড়ার মাদক নির্মূল কমিটির দায়িত্ব পালন করছেন উল্লেখ করে ইলিয়াস কোবরা বলেন, আমি এলাকায় মাদকের বিরুদ্ধে কাজ করি। আমাকে থানা থেকে মাদক নির্মূল কমিটির দায়িত্ব দিয়েছে। এর জন্য কেউ কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। প্রায় দেড়শ বছর ধরে কক্সবাজারে তার পরিবারের স্থায়ী নিবাস বলেন জানান কোবরা। তার পূর্বপুরুষ মিয়ানমার থেকে এসেছেন বলে যে তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তা সত্য নয় বলেও উল্লেখ করেন। এম এন / ১০ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XMuc6n
August 10, 2020 at 12:57PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন