ঢাকা, ০৪ আগস্ট - এক সপ্তাহ বিরতীর পর শনিবার থেকে ব্যক্তিগত প্রশিক্ষণ কার্যক্রম আবার শুরু করতে চলেছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিস্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ঈদের আগে এই কর্মসূচিতে মোট ১৪ জন ক্রিকেটার যোগ দিয়েছিলেন। দেশের পাঁচটি আলাদা ক্রিকেট ভেন্যুতে তারা ব্যক্তিগত ট্রেইনিং করেন। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে অংশ নেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও তাসকিন আহমেদ। খুলনায় নুরুল হাসান সোহান ও মেহাদী হাসান, সিলেটে সৈয়দ খালেদ ও নাজমুল হোসেন শান্ত এবং চট্টগ্রামে নাঈম হাসান অনুশীলন করেন। আরও পড়ুন: বিপিএলে ক্রিকেটারদের বকেয়া নিয়ে এখনো প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে বিসিবি বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ব্যক্তিগত অনুশীলন কার্যক্রম শনিবার থেকে পুনরায় শুরু হবে। খেলোয়াড়রা ঈদের আগে যেমন করে অনুশীলন করেছেন তেমন করেই তারা করবেন। আমি আশা করি, এবার আরও বেশি খেলোয়াড় এতে যোগ দেবেন। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কার সাথে তিনটি টেস্টের স্থগিত হওয়া সিরিজের আয়োজনের জন্য আলোচনা করছে বিসিবি। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ০৪ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Xp6GMx
August 04, 2020 at 04:07AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন