ঢাকা, ০৩ আগস্ট - খেলোয়াড়দের বকেয়া সংক্রান্ত এক প্রতিবেদনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নাম আসার পর বিসিবি বলছে, সব অর্থ পরিশোধের চেষ্টা চলছে। আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকার প্রতিবেদন থেকে জানা গেছে, বিপিএল-সহ মোট ছয়টি লিগের কিছু ক্রিকেটার নির্ধারিত সময়ের কয়েক বছর পরেও তাদের পারিশ্রমিক বুঝে পাননি। ক্রিকইনফো জানিয়েছে, ঢাকার লিগে খেলা নিকোলাস পুরান এবং গুলাবদিন নাইব ২০১৮-১৯ আসরের পুরো পারিশ্রমিক আজও পাননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী বলছেন, বিসিবির জন্য এটা গুরুত্ব দেয়ার মতো বিষয়। আমরা গুরুত্ব দিয়েই দেখছি। ক্রিকেটার এবং ফ্রাঞ্চাইজির সঙ্গে আলোচনা করে আমরা অর্থ পরিশোধ করবো। আরও পড়ুন: ক্যান্সার বাসা বেঁধেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে: স্মিথ ফিকার প্রতিবেদনে এও বলা হয়েছে, বাংলাদেশি ক্রিকেটারদের আইসিসি ইভেন্টেরও টাকা বাকি রেখেছে বিসিবি! নিজামউদ্দিন অবশ্য এই দাবি অস্বীকার করেছেন, প্রাথমিকভাবে এই পেমেন্ট দিতে আমরা অল্প কিছুদিন দেরি করেছিলাম। কিন্তু দ্রুত সব টাকা পরিশোধ করা হয়েছে। বিপিএলের জন্মলগ্ন থেকেই পারিশ্রমিক নিয়ে অভিযোগ ছিল। পরে বিষয়টি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে নীতিমালায় কিছু পরিবর্তন আনে বিসিবি। সেই পরিবর্তনের পর ২০১৯-২০ আসরে পারিশ্রমিক নিয়ে তেমন কোনো অভিযোগ ওঠেনি। সূত্র : দেশ রূপান্তর এন এইচ, ০৩ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3gChejj
August 03, 2020 at 04:44PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন